অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে মার্চ ২০২৫ | ৪ঠা চৈত্র ১৪৩১


ভোলায় জেলা প্রশাসকের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৫ রাত ১০:৪১

remove_red_eye

২৭




বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলায় শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলার অসহায় হতদরিদ্রের সহায়তায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান দুই জন অসহায় শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার উপহার দেন। এপর্যন্ত অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে আরো ৬৩ জনের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হবে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
উল্লেখ্য, গত ৬ মাসে জেলা প্রশাসকের পক্ষ থেকে অন্তত আড়াই হাজার অসহায় হতদরিদ্র মানুষকে সরকারি ও বেসরকারী অর্থায়নে নানা ধরনের সহযোগিতা করা হয়।