অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৫ রাত ১১:২৭

remove_red_eye

২৭৮



আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় প্রতি বছরই চাষ হয় নানা ধরনের শাকসবজি। তবে এসব শাকসবজিকে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে। পোকামাকড়ের এই আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকরা প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করেন। যার ফলে নীরবেই দিন দিন মানব স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এমন অবস্থায় কৃষকদের কাছে বর্তমানে আস্থা অর্জন করছে পরিবেশ বান্ধব ‘সেক্স ফেরোমন ফাঁদ’।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রথমবারের মতো লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কয়েকজন কৃষককে বিনামূল্যে সেক্স ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি স¤প্রসারণ প্রকল্পের আওতায় এ ফাঁদ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে লালমোহন উপজেলা কৃষি অফিস। কার্যকারিতা দেখে এরইমধ্যে ওই ইউনিয়নের অন্তত একশ কৃষক তাদের সবজি এবং ফলের জমিতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন।

জানা গেছে, তিন লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন ও ২২ সেন্টিমিটার লম্বা চার কোণাকৃতি বা গোলাকার একটি প্লাস্টিক পাত্র দিয়ে এই ফাঁদ তৈরি করা হয়। পাত্রটি উভয় পার্শ্বে ১০-১২ সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন এবং নিচের দিকে ১০-১২ সেন্টিমিটার পরিমাণ অংশ ত্রিভুজাকারে কেটে ফেলতে হয়। ওই পাত্রের তলা থেকে কাটা অংশের নিচের দিক কমপক্ষে ৪-৫ সেন্টিমিটার উঁচু হতে হয়। ফাঁদ পাতা অবস্থায় সব সময় পাত্রের তলা হতে ওপরের দিকে কমপক্ষে ৩-৪ সেন্টিমিটার পর্যন্ত সাবান মিশ্রিত পানি ভরে রাখতে হয়।
প্লাস্টিক পাত্রের মুখ থেকে সেক্স ফেরোমন টোপটি একটি সরু তার দিয়ে এমনভাবে ঝুলিয়ে রাখতে হয় যেন সেটি পানি থেকে মাত্র ২-৩ সেন্টিমিটার ওপরে থাকে। এই সেক্স ফেরোমন ফাঁদ একটি জৈব রাসায়নিক পদার্থ। যা ফল বা সবজির স্ত্রী মাছি পোকা দ্বারা একই প্রজাতির পুরুষ পোকাকে প্রজনন কাজে আকৃষ্ট করে। সেক্স ফেরোমন ফাঁদে কৃত্রিমভাবে স্ত্রী পোকার নির্গত গন্ধ ব্যবহার করা হয়। ওই গন্ধের প্রতি পুরুষ পোকারা আকৃষ্ট হয়ে ফাঁদে গিয়ে মারা যায়। এর মাধ্যমে কোনো ধরনের ক্ষতিকর কীটনাশক প্রয়োগ ছাড়াই ফসলে পোকার আক্রমণ অনেকাংশে কমে যায়।
একইসঙ্গে এই ফাঁদ ব্যবহারের ফলে কৃষকরা আর্থিকভাবেও লাভবান হন। সেক্স ফেরোমন ফাঁদ চার ধরনের হয়ে থাকে। যা ফল, ধান, বেগুন, কুমড়া জাতীয় সবজিতে ব্যবহার করা যায়।
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকার আব্দুল জলিল নামে এক কুমড়া চাষি বলেন, এ বছর ৩২ শতাংশ জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছি। আগে ক্ষেতে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করলে কীটনাশক ব্যবহার করতাম। তবে এ বছর কৃষি অফিস থেকে বিনামূল্যে ১০টি সেক্স ফেরোমন ফাঁদ পেয়েছি। ওই ফাঁদে পড়ে এখন ফসলের ক্ষতিকর মাছি পোকা মারা যাচ্ছে। অথচ এরআগে এই পোকা দমনের জন্য আমাকে কীটনাশক ব্যবহার করতে হতো। আশা করছি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে এবার অন্তত ৬০ শতাংশ কীটনাশক খরচ কমবে।
ওই এলাকার মো. মাসুদ মৃধা নামে আরেক করলা চাষি জানান, ৬৪ শতাংশ জমিতে করলা চাষ করেছি। এই করলাকে পোকামাকড় থেকে রক্ষা করতে ২০টি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। ফাঁদ ব্যবহারের পর দেখা যাচ্ছে কোনো প্রকার কীটনাশক ছাড়াই ফাঁদে পড়ে ক্ষতিকর পোকাগুলো মারা যাচ্ছে। এ কারণে কম খরচে এই করলা চাষে ভালো লাভবান হতে পারবো বলে আশা করছি।
লালমোহন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহা বলেন, আমরা চাই কৃষকরা ফসল আবাদ করে যেন কোনোভাবে ক্ষতির সম্মুখিন না হন। তাই কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হচ্ছে। যার মাধ্যমে কৃষকরা কম খরচে অধিক লাভবান হচ্ছেন। এ রকমই একটি উপকরণ সেক্স ফেরোমন ফাঁদ। যা ব্যবহারের ফলে কৃষকদের কীটনাশক খরচ অনেকাংশে কমে যাচ্ছে। এ বছর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কয়েকজন কৃষককে কুমড়া জাতীয় সবজিকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি। এই ফাঁদ ব্যবহার করে কৃষকরা তাদের ফসলকে ক্ষতিকর বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে পারছেন। বর্তমানে ওই ইউনিয়নের অন্তত একশ কৃষক নিজেদের খরচে সেক্স ফেরোমন ফাঁদ নিয়ে তাদের ফসলি জমিতে ব্যবহার করছেন। এর ফলে ওইসব কৃষকের কীটনাশক খরচ কমার পাশাপাশি স্থানীয় মানুষজনও নিরাপদ সবজি খেতে পারবেন।









মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...