অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:০১

remove_red_eye

৫৫৬০

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলার চরফ্যাশন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে আজ দুপুরে  ৫০ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি চরফ্যাসনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে।

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, ওই নারীর  সর্দি. জ¦র ও শ^াস কষ্ট নিয়ে  আজ রবিবার সকালে চরফ্যাসন শহরে ডাক্তার হাসান মাহামুদের কাছে যান। ওই সময় ডাক্তার তাকে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা দিলে তা করিয়ে ফেরার পথেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  তিনি আরো জানান, মারা যাওয়া ওই নারীর স্বামী কিছুদিন আগে চট্রোগ্রাম থেকে বাড়ি আসেন। তার পরই ওই বাড়ি লক ডাউন করা হয়।
 
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানিয়েছেন,করোনা সনাক্ত না হলেও মারা যাওয়া ওই নারীকে করোনা রোগীদের মতোই দাফন করা হবে।