অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে মার্চ ২০২৫ | ৪ঠা চৈত্র ১৪৩১


নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ভোলায় মহিলা দলের উদ্যোগে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৫ রাত ১০:৪০

remove_red_eye

২৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥  সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  সোমবার দুপুরে ভোলা সদর রোডে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে জেলা বিএনপিসহ মহিলা দলের নেতা কর্মীদের নেতা কর্মীরা , বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সাজেদা আক্তার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেদসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন,  সমাজ থেকে ধর্ষন রোধ করতে হলে উপযুক্ত বিচার  নিশ্চিত করতে হবে। তাদের ফাঁসি দিতে হবে। অপরাধী যে দলেরই হোক তার বিচার করতে হবে। দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার বলেছেন ৯০ দিনের মধ্যে বিচার হবে তা যেন ৯১ দিন না হয়।