অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৯শে মে ২০২৪ | ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


লালমোহনের গাছে গাছে শোভা পাচ্ছে মনোরম সৌন্দর্য কৃষ্ণচূড়া ফুল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২৪ রাত ০৮:১৭

remove_red_eye

৩৪

লালমোহন প্রতিনিধি: গ্রীষ্মের রক্ষতা ছাড়িয়ে কৃষ্ণচূড়া ফুল নিজের মনোরম সৌন্দর্য তুলে ধরছে। গাছের ডালপালা জুড়ে শুধুই কৃষ্ণচূড়া ফুলের সমারোহ। এই ফুলের অপরুপ দৃশ্য যে কারো চোখে ও মনে এনে দিতে পারে প্রশান্তি।
ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন পথে-প্রান্তরে ও স্থানীয়দের বসত বাড়ির আঙ্গিণায় শোভা পাচ্ছে এসব রক্তলাল ফুল সমৃদ্ধ অসংখ্য কৃষ্ণচূড়া গাছ। এ যেন এক অপরুপ মনমুগ্ধকর ভালবাসার অনুভুতির ছোঁয়া। আর এসব কৃষ্ণচূড়া ফুলের নিজস্ব সৌন্দর্য উপভোগ করছেন ফুলপ্রিয় পথিক। প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার জৌলুস।
লালমোহনের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কৃষ্ণচূড়ার গাছে থোকায় থোকায় ফুল ফুটেছে। সবুজের বুকে শুধুই লালের রাজত্ব। লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠের পশ্চিম পাসসহ বিভিন্ন বসতবাড়ির পাশে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ। কৃষ্ণচূড়া ফুলে ঠাসা গাছের ডালগুলো নিয়ে নুয়ে পড়েছে।
কৃষ্ণচূড়া বাঙালির কাছে অতিপরিচিত একটি ফুল। বাঙালির কবিতা, সাহিত্য, গান ও নানা উপমায় এর রূপের মোহনীয় বর্ণনা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। মোহনীয় রূপে প্রকৃতির শোভা বর্ধনকারী এ বৃক্ষ এখনো গ্রামবাংলার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দেখা যায়। প্রকৃতিতে গ্রীষ্মের ছোঁয়া পড়ার সঙ্গে সঙ্গেই কৃষ্ণচূড়া তার রক্তিম আভা ছড়ানোর মাধ্যমে জানান দেয়, সে এখনও টিকে আছে প্রকৃতিকে সাজাবে বলে।
প্রকৃতির শোভা বর্ধনকারী এ বৃক্ষের উচ্চতা তেমন একটা বেশি হয় না। সর্বোচ্চ ১২ মিটার পর্যন্ত উপরে উঠলেও তার শাখা- প্রশাখা বিশাল এলাকাজুড়ে বিস্তৃত থাকে। কৃষ্ণচূড়া পুরো গ্রীষ্ম ও বর্ষায় প্রকৃতিকে মাতিয়ে রাখে। বিভিন্ন দেশে এই ফুল বিভিন্ন সময়ে ফুটলেও বাংলাদেশে ফুটে এপ্রিল থেকে জুন পর্যন্ত। এই পুরো সময়টাতেই কৃষ্ণচূড়া প্রকৃতিকে মাতিয়ে রাখে উজ্জ্বল লাল আভায়।
তপ্তরাজ্যে এমন উজ্জ্বল লাল রং সত্যিই দুর্লভ বলেই হয়তো সবাই মেতে ওঠে কৃষ্ণচূড়ার বন্দনায়। অন্যান্য সময়ে এ বৃক্ষের উপস্থিতি খুব একটা চোখে পড়ে না। অনেকটা আড়ালেই থেকে যায় তখন। এপ্রিলে গ্রীষ্মের শুরুর সঙ্গে সঙ্গেই সবুজ পাতার মাঝে বেরিয়ে আসতে থাকে লাল রঙের কৃষ্ণচূড়া ফুল। মানুষের দৃষ্টিগোচর হতে থাকে তার সৌন্দর্য। তখন আর আলাদা করে তার খোঁজ নেওয়ার দরকার হয় না। দূর থেকে দেখে মনে হয়, সবুজের বুকে হয়তো আগুন লেগেছে।
স্থানীয়রা জানান, এই কৃষ্ণচূড়া ফুল লাল ও হলুদ রঙয়ের হয়ে থাকে। আমরা না জেনে একে কৃষ্ণচূড়া বলে থাকি। লাল রঙয়ের ফুলকে কৃষ্ণচূড়া ও হলুদ রঙয়ের ফুলকে রাধাচূড়া বলা হয়। তবে হলুদ রঙে রাধাচূড়া এখন তেমন দেখা যায় না বলেই চলে। আমাদের দেশে এপ্রিল মে মাসে এই ফুল ফোটে। বছরের অনান্য সময় এই ফুল বা গাছ সচরাচর চোখে না পড়লেও এপ্রিল মে মাসে যখনি গাছে নতুন পাতা বা ফুল ফোটা শুরু করে তখনি যেন পথচারির নজর কাড়ে মনোমুগ্ধকর এই কৃষ্ণচূড়া।
লালমোহন করিমুননেছা হাফিজ মহিলা কলেজের শিক্ষার্থী আছমা, তানিয়া, রুবিনা নামের কয়েকজন শিক্ষার্থী বলেন, এই সময় গ্রাম অঞ্চলে বিভিন্ন যায়গায় চোখে পড়ছে কৃষ্ণচূড়া ফুলের লাল আভা। প্রকৃতি যেন ফিরে পেয়েছে নতুন রূপ।
লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের মো. রাকিব নামের এক শিক্ষার্থী জানান, কৃষ্ণচূড়া প্রকৃতির শোভাবর্ধনকারী গাছ। তবে এর অনেক ভেষজ গুণ রয়েছে। যা আমাদের অনেকেরই অজানা। এছাড়া গ্রীষ্মের খরতাপে ছায়াদান করে কৃষ্ণচূড়া গাছ।





বোরহানউদ্দিনে আম কুড়াতে  গিয়ে গৃহবধূর মৃত্যু

বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ভোলার আলীনগরে চেয়ারম্যান প্রার্থী  ইউনুছ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশের পথসভা

ভোলার আলীনগরে চেয়ারম্যান প্রার্থী ইউনুছ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশের পথসভা

এলাকার উন্নয়নে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান : মোশারেফ হোসেন

এলাকার উন্নয়নে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান : মোশারেফ হোসেন

চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

দৌলতখানের কৈশর কর্মসুচির আয়োজনে দেশের গান ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

দৌলতখানের কৈশর কর্মসুচির আয়োজনে দেশের গান ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

লালমোহনে দুর্র্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

লালমোহনে দুর্র্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম: ড. শিরীন শারমিন চৌধুরী

নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম: ড. শিরীন শারমিন চৌধুরী

সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও শক্তির প্রতীক : ধর্মমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও শক্তির প্রতীক : ধর্মমন্ত্রী

আগামী তিনদিন কমবে গরম বাড়বে বৃষ্টি

আগামী তিনদিন কমবে গরম বাড়বে বৃষ্টি

আরও...