অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে আহত-৩


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৫ রাত ১০:৪৭

remove_red_eye

২২০



ফখরে আজম পলাশ , তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চর জহির উদ্দিন ২ নম্বর ওয়ার্ডে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তরমুজ কোম্পানির পাশে চতালের খালের ভিতরে এঘটনা ঘটে।
এই হামলায় গুরুতর আহত হন আব্দুল কাদের, মো. শামীম ও আব্দুল লতিফ। আহতদের তজুমদ্দিন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলেও সেখানে ডাক্তার না থাকায় প্রাথমিক চিকিৎসার পর শামীম ও আব্দুল লতিফকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সরকারি হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির জানান, মাছ ধরার ঝাঁক দেওয়াকে কেন্দ্র করে দুলাল প্রধান, তার ছেলে রাজীব ওরফে মোনতা, আ. রব, ইউনুস বাহিনী ও ইউনুস সর্দার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত দুলাল প্রধান মুঠোফোনে সাংবাদিকদের জানান, ভোলার কালাম ও নোয়াখালীর সরোয়ারের তরমুজ চাষিদের মারধর করে নগদ তিন লাখ টাকা ও ২৫০টি তরমুজ লুটপাট করেন কাদের মাঝি, তার ছেলে বাবুল ও কবির। এরপর তাদের বেঁধে রাখা হয়। বিষয়টি মীমাংসার জন্য জাকির হোসেন মনুর নির্দেশে তিনি ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। এতে তার পক্ষের তিনজন আহত হন। এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ কোনো মামলা দায়ের করেনি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।