অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

২৪৪

ফখরে আজম পলাশ : ভোলার তজুমদ্দিনে অবৈধ পন্থায় ইটভাটা নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ স্থাপনা।

সোমবার(১০ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিনভর এ অভিযান চালানো হয়। ভোলা জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক এর নেতৃত্বে এই অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন ও অবৈধ স্থাপনা নির্মাণ করার দায়ে ৫০৫ ব্রিকসকে এক লক্ষ টাকা, তুলি ব্রিকসকে এক লক্ষ এবং শুভ সিটি ব্রিকসকে দেড় লক্ষ টাকা, মোট সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।

এর পাশাপাশি ইটভাটায় নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। ভবিষ্যতে পরিবেশ আইন মেনে চলার তাগিদ দেয়া হয়।