অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


লালমোহনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৫ রাত ১১:২৯

remove_red_eye

৭১



মলয় দে : ভোলার লালমোহনে দুঃস্থ ও নি¤œ আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণের পাশাপাশি  স্থানীয় মৎস্যজীবিদের সাথে জনসচেতনতামূলক সভা করেছে কোস্ট গার্ড। বুধবার   লালমোহন উপজেলা অডিটরিয়ামে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও সভা অনুষ্ঠিত হয়।এসময় কোস্ট গার্ডের  সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মতিউর রহমান, (এমপিএইচ, এএমসি) উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে  প্রেজ রিলিজের মাধ্যমে জানানো হয়,বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন জেলার লালমোহন উপজেলা অডিটরিয়ামে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে ৩৭০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ  করে।
এছাড়াও নিপা ভাইরাস প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য দেয়া হয়। জনসচেতনতামূলক সভায় এসময় স্থানীয় প্রশাসন এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।






আরও...