বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:১৮
১৯৬
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রশিক্ষিত ও দক্ষ নাবিক বা কর্মি বাহিনী গড়ে তোলার লক্ষ্যে নতুন দুটি ডিইপিটিসি (ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার), তিনটি মেরিন একাডেমী এবং একটি এন এম আই (ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট) গড়ে তোলা হবে।
তিনি বলেন, কুড়িগ্রাম ও গাইবান্ধায় দুটি ডিইপিটিসি এবং চট্টগ্রামে একটি এন এম আই কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
প্রতিমন্ত্রী আজ রোববার নারায়ণগঞ্জের সোনাকান্দায় ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের (ডিইপিটিসি) সুবর্ণজয়ন্তী ও সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরে ডিইপিটিসি রয়েছে। সমুদ্রগামী জাহাজের রেটিং তৈরির জন্য চট্টগ্রামে একটি এন এম আই (ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট) ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে মাদারীপুরে একটি এন এম আই হয়েছে। কুড়িগ্রামে একটি এন এম আই প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে চট্টগামে মেরিন একাডেমী পুন:প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর কোন সরকার নৌ সেক্টরের উন্নয়নে কাজ করে নাই। তারা শুধু লোভনীয় প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে নতুন চারটি মেরিন একাডেমী প্রতিষ্ঠা করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। দেশ কি কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকবে সেলক্ষ্যে ১৫০টির ওপর আইন তৈরি করেছিলেন। বঙ্গবন্ধুর তৈরি সমুদ্র সীমা আইনের মাধ্যমে শেখ হাসিনা সমুদ্রসীমা জয় করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যাকারিরা অনেক স্বপ্ন দেখিয়েছেন। দারিদ্রতা দূর করার নামে একশ্রেনীর লোক এনজিও খুলে নিজেরা বড়লোক হয়েছে। তারা ব্যাংক তৈরি করেছে, নোবেল পুরস্কার পেয়েছে।
মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে এবং দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর নির্মাণ করেছেন-উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির ক্যাপাসিটি কোথায় চলে গেছে। সৈয়দপুর বিমান বন্দর থেকে ১৮টি বিমান যাতায়াত করে। প্রাচ্যের ডান্ডি বলে খ্যাত নারায়ণগঞ্জ আবার জাগরিত হয়ে গেছে। খানপুরে আধুনিক নদীবন্দর নির্মিত হচ্ছে।
প্রতিমন্ত্রী ডিইপিটিসি'র সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন, ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
ডিইপিটিসি'র অধ্যক্ষ ক্যাপ্টেন মো: শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো: নিজামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আজিজুল হক খান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল হোসেন এবং সুবর্ণজয়ন্তী ও সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানের আহবায়ক ফিরোজ কায়সার আজিজ।
সুত্র বাসস
চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ
ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান
চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার
চরফ্যাসনে বেড়ি বাঁধে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি
লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম
আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম
লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগ
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত