অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

২৫৩

ঘোষনা পত্রে কয়েকজনের কথায় যেন না হয়

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক সারজীস আলম বলেছেন, আগামীর নতুন বাংলাদেশে আমরা যারা তরুন প্রজন্ম রয়েছি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবেনা। তিনি বলেন,আজকে যখন আমরা চিন্তা করছি যেই অভূত্থানে যে গতিকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যে স্বপ্ন গুলো আমরা এখনো ধারন করি , বাংলাদেশকে নিয়ে, যে স্বপ্নগুলো দেখি, সে স্বপ্নগুলো একটি ঘোষণা পত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু কোন কথাগুলো ঘোষনা পত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন, সেগুলো যেন কয়েকজনের কথায় না হয়। সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার ও থানার প্রতিটি শ্রেনীর মানুষের কথা হয়।
আজ শুক্রবার দুপুরে ভোলা সরকারি স্কুল সংলগ্ন ইলিশা ফোয়ারা মোড়ে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মনে করি এই অভূথ্যানে আমরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। আমরা ঐক্যবদ্ধ্যভাবে এ দেশের ফ্যাসিস্ট বিরোধী  সকল দলের, মতের, ধর্মের, বয়সের ও শ্রেনীর মানুষ একসাথে লড়াই করেছি।তাই এটা আমাদের দ্বায়বদ্ধতা। এ দেশের প্রত্যেকটি প্রান্তে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজ গুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।


তিনি আরো বলেন, বাংলাদেশের যে জায়গাগুলোতে এখনো দালালি ও চাঁদাবাজি হয়। হোক সেটা কেউ পোশাক পড়ে করুক, কেউ সাধারণ পোশাকে করুক তাদের বিরুদ্ধে সকলকে সক্রিয় হওয়ার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, আমার এই ভোলার সহযোদ্ধা ভাইরা আমাদের বলেছেন, যারা আমার জসিম ভাই সহ অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। ওই সময়ের যে এসপি,তার সাথের অফিসার, কনষ্টেবলরা আমার ভাইদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। তাদের শাস্তি যেন শুধু বদলি না হয়। তিনি বলেন, এই অভূথ্যানে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের যেন স্বীকৃতি দেয়া হয়। তিনি আরো বলেন,যেই ভোলায় গ্যাস উৎপাদন হয়, সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না। যেই ভোলা থেকে  একজন রোগী লঞ্চ স্পিডবোটে, ফেরিতে হোক তাকে যেতে মারা যায়, সেই ভোলায় কেন মেডিক্যাল কলেজ হবে না বলে তিনি প্রশ্ন রাখেন? ৪০ হাজার কোটি টাকা খরচ করে যদি পদ্মা সেতু হয়,৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর পাশে এক ই সাথে রেল যোগাযোগ হয়। প্রায় দুই টি যদি ৭০ হাজার কোটি টাকা খরচ করা হয়,তা হলে ৫ থেকে ১০ হাজার কোটি টাকা খরচ করে কেন বরিশাল থেকে ভোলা একটি সংযোগ সেতু হবে না। তিনি আরো বলেন, ভোলায় একটি মেডিক্যাল কলেজ স্থাপন সহ ভোলার গ্যাস সিন্ডিকেট করে শুধু মাত্র ব্যবসা করার জন্য রক্তচোষার মতো কেউ নিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।

এসময় পথসভায়, জাতীয় নাগরিক কমিটির মূখপাত্র শারমিন,কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল ফয়সাল,ভোলা জেলা সমন্বয়কদের মধ্যে মোঃ ইসরাফিল হোসেন জাবির,আবিদ হাওলাদার, রেফাত জামান নিশান, ইসরাত জাহান আলভি, সহ জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।


এর আগে সকালে সারজিস আলম ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম উদ্দিন এর পরিবারের সদস্যদের সাথে দেখা করে সহানুভূতি জানান। এছাড়াও জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন। পরে ভোলা বাংলা স্কুল মোড় সদর রোড, নতুন বাজার এলাকায় ঘোষণা পত্রে ৭ দফা  দাবিতে লিফলেট বিতরণ করেন।





তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা–১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন আন্দালিভ পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আন্দালিভ রহমান পার্থ

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন মেজর (অব:) হাফিজ

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান

আরও...