অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫ | ২৭শে পৌষ ১৪৩১


দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

১৯

দৌলতখান প্রতিনিধি : 'মাদককে না বলি, মাদক মুক্ত দেশ ও সমাজ গড়ি' এ শ্লোগানে ভোলার দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারে (১০ জানুয়ারি) বিকালে দৌলতখান উপজেলা ছাত্রদল,  পৌর শাখা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি পৌর শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে৷ পরে দৌলতখান উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
ছাত্রদলের আহবায়ক মো: সঞ্জিব মৃর্ধা সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-আহবায়ক রাকিব পন্ডিতের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব সোহান হাওলাদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো: রায়হান, পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল মৃর্ধা, নোমান হাওলাদার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলম, ছাত্রদলের  যুগ্ম- আহবায়ক মো: ইব্রাহিম, আব্বাছ শিকদার, জাহিদ, হাবিবুল বাশর মিটু, মো: হারুন, ইমরান হোসেন ইমু, কলেজ ছাত্রদলের সভাপতি মীর মো: মেজবাহ সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।