অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫ | ২৭শে পৌষ ১৪৩১


ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৫ রাত ১০:৩৬

remove_red_eye

২৩

মোঃ হাসনাইন আহমেদ : ভোলায় খাল পাড়ে অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান করা হয়েছ। শ্রমিকদেও পক্ষ থেকে শ্রমিক দলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক, পৌরসভার প্রশাসককে এই স্মারক লিপি প্রদান করা হয়।
জানা যায়, ভোলার চক বাজার ও কাঁচা বাজার, জেলার অধিকাংশ মানুষ এই বাজার থেকে বাজার করে আসছে।  বিভিন্ন কার্গো ও ট্রলার দ্বারা ভোলার খাল দিয়ে জেলার বাহির থেকে আনা হয় বাজারের কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই মালামাল গুলো শ্রমিক দ্বারা উঠা নামা করার জন্য পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয় খালের পাড়ে ঘাটলা। কিন্তু পরবর্তীতে এই ঘাটলার উপর নির্মাণ করা হয় অবৈধ দোকান। যার কারণে শ্রমিকরা আর নামাতে পারছেন না নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এছাড়াও বাজারে পাবলিক টয়লেট না থাকায় বাজার করতে আসা সাধারণ মানুষ ব্যবসায়ী সহ শ্রমিকররা ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্বে এই বাজারে একটি মাত্র পাবলিক টয়লেট ব্যবহার করে আসছিলো বাজার করতে আসা সাধারণ মানুষ। কিন্তু পৌরসভা কর্তৃক পাবলিক টয়লেটিও ভেঙে নির্মাণ করা হয় বহুতল ভবন। যার কারণে বাজারে ব্যবসায়ী ও বাজার করতে আসা সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এইদিকে এই অবৈধ স্থাপনার জন্য বাজারে অগ্নিকাÐ ঘটলে খাল থেকে পানি ব্যবহার করতে না পারার কারণে অগ্নিকাÐে ক্ষতির পরিমান টা দিগুণ হয় বলে মনে করছেন ব্যবসায়ীরা।
তাইতো ভোগান্তিতে পরা সকল মানুষের পক্ষে এই সকল বিষয় গুলো সমাধানের লক্ষ্যে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে পাবলিক টয়লেট নির্মাণ সহ ঘাটলা ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পৌরসভা বরাবর অনুলিপি জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান বলেন, বিষয়টি তারা অবগত আছেন, অতি শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি তিনি।





আরও...