অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫ | ২৭শে পৌষ ১৪৩১


লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

২০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন কালমা ইউনিয়নে একটি বিদ্যালয় নিচ তলা  থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৯টার দিকে কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য কালমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলা থেকে এ শর্টগানটি উদ্ধার করা হয়।
 
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, একটি গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৯টার দিকে কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্য কালমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলায় ফাঁকা জায়গায় ব্যাডমিন্টন রাখার কভারে রক্ষিত শটগানটি উদ্ধার করা হয়। 
 
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রের গায়ে ইংরেজিতে-Remington 870 EXPRESS MAGNUM C 550640 M লেখা। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।