অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫ | ২৮শে পৌষ ১৪৩১


আবারও চা‌লের বাজার চড়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

৩৩৩

তেল, চি‌নি, ডা‌লের পর এবার বে‌ড়ে‌ছে সব ধরনের চা‌লের দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তা‌হে সব ধরনের চা‌লের দাম বে‌ড়ে‌ছে কে‌জি‌তে ৩ থে‌কে ৫ টাকা।

পাইকারি বাজা‌রে আজ‌কে না‌জিরশাইল ৬০ থে‌কে ৭০ টাকা, গত সপ্তা‌হে ছিল ৫৮ থে‌কে ৬৫ টাকা। মি‌নি‌কেট ৬৪ টাকা, যা ছিল ৬২ টাকা। আটাশ চাল ৪৮ টাকা, গত সপ্তা‌হে যার দাম ছিল ৪৪ টাকা। পাইকা‌রি বাজার থে‌কে ৫০০ গজ দূ‌রের খুচ‌রো বাজা‌রে এসব চা‌ল বি‌ক্রি হয় ৪ থে‌কে ৮ টাকা বে‌শি কে‌জি‌তে।

 

রোববার (২৭ ফেব্রুয়া‌রি) কারওয়ান বাজা‌রে পাইকা‌রি ও খুচ‌রো চাল ব্যবসায়ী এবং ক্রেতা‌দের স‌ঙ্গে কথা ব‌লে এসব তথ্য জানা গে‌ছে।

লাকসাম ট্রেডা‌র্সের মা‌লিক, পাইকা‌রি চাল ব্যবসায়ী মোশাররফ হো‌সেন ব‌লেন, ‘আমা‌দের কা‌ছে মি‌ডিয়ার লোক, ম্যা‌জি‌স্ট্রেট সবাই জান‌তে চান। আমরা কী কর‌বো? বে‌শি দা‌মে কি‌নি, বে‌শি দা‌মে বে‌চি। দে‌শে এত চাল থাকার পরও কেনো দাম বাড়‌ছে, এটা কেবল মিলমা‌লিকরা বল‌তে পার‌বে।’

ঢাকা সেনা‌নিবাস এলাকা থে‌কে কারওয়ান বাজা‌রে চাল কিন‌তে আসা সাদ আহ‌মেদ ব‌লেন, ‘ভে‌বে‌ছি, কচু‌ক্ষে‌তের চে‌য়ে এখা‌নে দাম কম হ‌বে। অথচ এই বাজা‌রেও একই দাম চা‌চ্ছে। তাহ‌লে এখান থে‌কে চাল কি‌নে গা‌ড়ি ভাড়া দি‌য়ে নি‌য়ে লাভ কী? মিল মা‌লিক‌দের দোষ দেয় পাইকাররা। আস‌লে সবাই মি‌লে একটা সি‌ন্ডি‌কেট। সাধারণ মানু‌ষের স্বা‌র্থে এটা ক‌ন্ট্রোল করা জরু‌রি।’

 

আরেক পাইকা‌রি চাল ব্যবসায়ী ফা‌তেমা রাইছ এজে‌ন্সির মা‌লিক রহমত মিয়া। তি‌নি ব‌লেন, ‘সবকিছু ক‌ন্ট্রোল কর‌ছে মিলমা‌লিকরা। যখন তখন খেয়াল খু‌শিম‌তো যা‌তে এরা চা‌লের দাম বাড়া‌তে না পা‌রে, সেজন্য এদের‌কে আটকা‌নোর পথ একটাই‌; সরকা‌রিভা‌বে ভা‌লো চাল আমদানি করা এবং এদের মূ‌ল্যের চে‌য়ে কম মূ‌ল্যে সে চাল বাজা‌রে ছে‌ড়ে দেওয়া।’

মান্নান রাইছের আব্দুল মান্নান চা‌লের মূল্য বৃ‌দ্ধি এবং এর প্রতিকার বিষয়ে ব‌লেন, ‘মিলমা‌লিক এবং ধান ব্যবসায়ীরা মি‌লে চা‌লের বাজার ক‌ন্ট্রোল কর‌ছে। ধানচাষ করার জন্য মিলমা‌লিকরা ব্যবসায়ী‌দের মাধ্য‌মে কৃষক‌দের দাদন দেয়। ধান ওঠার পর অনেক কম দা‌মে সেই ধান কি‌নে নেয়। সেই ধান পৌঁ‌ছে দেন মিলমা‌লিক‌দের কা‌ছে। ‌ওরা আবার একটা সি‌ন্ডি‌কেট ক‌রে তা‌দের ইচ্ছেম‌তো দাম বাড়ায়, কমায়। মাঝখান থে‌কে কৃষকরা তা‌দের ন্যায্য দাম পায় না।’

চা‌লের বাজার ম‌নিট‌রিং, মূল্য বৃ‌দ্ধি, সি‌ন্ডি‌কেট- এসব বিষ‌য়ে জান‌তে চাইলে খাদ্য অধিদপ্ত‌রের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভা‌গের প‌রিচালক মো. আনিসুজ্জামান ব‌লেন, ‘আমা‌দের চা‌হিদার তুলনায় বে‌শি ধান উৎপন্ন হয়। আমরা প্রা‌ন্তিক কৃষ‌কের কাছ থে‌কে ধান কি‌নি। সেটা থে‌কে চাল ক‌রে বাজা‌রে ছা‌ড়ি। নিয়‌মিত ম‌নিট‌রিং করার পরও পাইকা‌রি বাজা‌রে চা‌লের দাম কম‌ছে না।’

 

তি‌নি ব‌লেন, ‘এ ব্যাপা‌রে আমরা ব্যবসায়ী ও মিলমা‌লিক উভ‌য়ের স‌ঙ্গে কথা ব‌লে‌ছি। ব্যবসায়ীরা এর জন্য মিলমা‌লিক‌দের দায়ী কর‌ছেন। আর মিলমা‌লিকরা দায়ী কর‌ছেন পাইকার‌দের। মাঝখা‌নে সাধারণ মানু‌ষের অবস্থা খারাপ। আমরা চেষ্টা কর‌ছি, আরও ক্লোজ‌লি বাজার ম‌নিট‌রিং করে চা‌লের বাজার সহনীয় কর‌তে।’





চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ

চরফ্যাশনে ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ

ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান

ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান

চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

চরফ্যাশনে মেছো বিড়াল উদ্ধার

চরফ্যাসনে বেড়ি বাঁধে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি

চরফ্যাসনে বেড়ি বাঁধে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও মিথি

লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম

লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি : ভোলায় সারজিস আলম

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়বো : সারজিস আলম

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে শর্টগান উদ্ধার

দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগ

ভোলায় বাবা-ছেলের উপর সন্ত্রাসী হামলা, ঘটনা আড়াল করতে নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

আরও...