বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২১ রাত ০৯:৪০
৫৩৩
জনবল সংকটে সেবা মিলছেনা আইসিইউর
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জন্য নতুন করে আরও তিনটি আইসিইউ বেড এসে পৌঁছায়। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে নতুন আরও তিনটি আইসিইউ বেড ভোলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে । এ নিয়ে ভোলা সদর হাসপাতালে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ৬ টি আইসিইউ বেড, তিনটি ভেন্টিলেটর ও তিনটি হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া হয়েছে। কিন্তু এগুলো স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত লোকবল নেই ভোলায়। পরিচালনার জন্য যে ধরনের দক্ষতাসম্পন্ন চিকিৎসক বা টেকনিশিয়ান দরকার, সেই ধরনের দক্ষতাও নেই কারও। ফলে ভোলাবাসী আইসিইউর শয্যা ও ভেল্টিলেটর আসার খবরে কিছুটা স্বস্তি আসলেও তা ৩ মাসেও সেবা চালু না হওয়ায় হতাশায় আছেন সাধারণ মানুষ।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডঃ মোঃ সিরাজ উদ্দিন জানান, ভোলা স্বাস্থ্য বিভাগের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ থেকে ৬ টি আইসিইউ বেড পাঠানো হয়েছে। এর মধ্য ৩ টি আইসিইউ ইউনিটে স্থাপন করা হয়েছে ইতিপূর্বে । বাকি ৩টি ঢাকা থেকে দক্ষ টেকনিশিয়ান আসলে স্থাপন করা হবে। ভোলা দক্ষ চিকিৎসক ও জনবল না থাকায় পরিপূর্ণ ভাবে আইসিইউ ইউনিটের সেবা চালু করা সম্ভব হচ্ছে না।তিনি আরও জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২ জন ডাক্তার ভোলার আইসিইউ ও করোনা ইউনিট পরিচালনার জন্য পাঠানো কথা থাকলেও কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ অনুমোদনটি স্থগিত করেন। আশা করি অনুমোদন হয়ে গেলে পরিপূর্ণ সেবা চালুকরা সম্ভব হবে। করোনার প্রথম থেকেই জেলার ২২ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ বেড স্থাপনের দাবি জানিয়ে আসছে জেলাবাসী। এর পরিপ্রেক্ষিতে ভোলার স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১০টি আইসিইউ বেডের প্রস্তাব পাঠায়।
প্রস্তাবের আলোকে ভোলায় পাঁচটি আইসিইউ বেড ও পাঁচটি ভেন্টিলেটর বরাদ্দ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ। এর আলোকে গত ১৮ এপ্রিলের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে তিনটি আইসিইউ বেড, তিনটি ভেন্টিলেটর ও তিনটি হাই ফ্লো নেজাল ক্যানুলা ভোলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করে এবং বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে আরও তিনটি আইসিইউ বেড ভোলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করে।
ভোলায় জাতীয় পতাকা অর্ধনমিত শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত
লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা
বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬
মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া
খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’
মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান
অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক