অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৩৮

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের পর তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তার বড় সন্তান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জিয়া উদ্যানে খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারেক রহমান।

তারেক রহমান ছাড়াও জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবরে অন্তর্বর্তী সরকারের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও তিন বাহিনী প্রধান।

 

শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম দেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ খালেদা জিয়া পরিবারের সদস্যরা ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজ পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি, বিদেশি অতিথি, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ অংশ নেন।

নারীদের জন্য আলাদা স্থান থেকে খালেদা জিয়ার জানাজায় অংশ নেন তার পুত্রবধু জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ খালেদা জিয়া পরিবারের নারী সদস্য, নারী উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্টজনেরা।

 
উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন, তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

জানাজার নামাজের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও সংগ্রামী জীবন চিত্র তুলে ধরেন।

জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, কারওয়ান বাজার, আগারগাঁও পর্যন্ত এলাকায় লাখ লাখ মানুষ এ জানাজায় অংশ নেন।