অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৭

remove_red_eye

২৬

আকবর জুয়েল,লালমোহন: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশের  আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ তামিম মহাজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত,উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহ ফরহাদ রেজা, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ আলাউদ্দিন ইলিয়াস, সরকারী শাহবাজপুর কলেজের আহবায়ক মোঃ জুবায়ের বকসী, উপজেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক মোঃ আলাউদ্দিন,  ধলীগৌর নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান  মোঃ মাসুদ করিম নিরব, রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান কাঞ্চন, উপজেলা বিএনপির নেতা মোঃ হাবিব উল্যাহ হাবিব,ধলীগৌর নগর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মো ফারুক মিয়া, সেচ্ছাসেবক দলের নেতা মোঃ আনোয়ার হোসেন, জাসাসের ধলীগৌর নগর ইউনিয়ন সহ সভাপতি মোঃ জসীম রানা, মোঃ ছিদ্দিক মিয়া প্রমূখ।