অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬ | ১৮ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় পতাকা অর্ধনমিত শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৩

remove_red_eye

   বিএনপি কার্যালয়ে খোলা হয়েছে শোক বই

এইচ আর সুমন : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ্বীপ জেলা ভোলায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
এ উপলক্ষে বুধবার জেলার সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও ভোলা শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। 
এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোলা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার রাত থেকেই তারা লঞ্চ ও অন্যান্য যানবাহনে করে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন।


অন্যদিকে ভোলা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ ও শোকসভাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। ভোলা জেলা বিএনপি কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। এতে ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাক্ষর করছেন।