অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, পেছালো বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

৬৮

পরীক্ষা শুরুর তারিখ অপরিবর্তিত রেখে চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে।

 

গত ১২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তাতে ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

প্রথম প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। এ বিষয়ের পরীক্ষাটি ১৩ এপ্রিল হওয়ার কথা ছিল।

বৈসাবি উৎসব উপলক্ষে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

সংশোধিত রুটিনে আগের মতোই তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

অন্যদিকে, আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করে বুধবার সূচি প্রকাশ করা হয়েছে।





আরও...