অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬ | ১৮ই পৌষ ১৪৩২


সরকারি প্রকল্প-কেনাকাটায় দুর্নীতি বেড়েছে: টিআইবি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৩৫

remove_red_eye

২১১

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দুই ধাপ অবনতি হয়েছে। তালিকায় বাংলাদেশের অবস্থান দশম। গতবার যা ছিল ১২তম। গত এক যুগের মধ্যে দুর্নীতির সূচকে বাংলাদেশ এবার সবচেয়ে নিচে।

এ অবস্থানকে হতাশাজনক বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বা অন্যান্য উদ্যোগ প্রতিপালনে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সরকারি খাতে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে।’

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩-এ এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে বার্লিনের সঙ্গে একযোগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন প্রকাশ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনমন প্রমাণ করে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি। সরকারি খাতে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে। বিশেষ করে সরকারি ক্রয় ও প্রকল্প বাস্তবায়নে ব্যাপকভাবে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে। অর্থপাচারের অনেক ঘটনা প্রকাশ হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এরকম দৃষ্টান্ত দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘এক ধরনের মিক্সড সিগন্যাল ছিল। একদিক থেকে বলা হয়েছে যারা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আরেক দিক দিয়ে দেখা গেছে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কোথাও শুরু হলেও সেটাও ফ্রিজ (স্থগিত) রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বেড়েছে। যার ফলে দুর্নীতিবাজদের সুরক্ষা দেওয়া হচ্ছে, তাদের পদায়ন করা হচ্ছে।’

কোনো কোনো ক্ষেত্রে লবিং ও ক্ষমতার প্রভাব বেড়েছে জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘নীতি কাঠামো দখল হয়েছে। বিশেষ করে ব্যাংকিং খাতে। যারা ঋণখেলাপি তারাই কিন্তু ঋণের নীতি কাঠামো ঠিক করেছেন। সবকিছু মিলিয়ে দেশে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে রাজনীতিতে প্যারাডাইম শিফটের (গুরুত্বপূর্ণ পরিবর্তন বা রূপান্তর) প্রয়োজন আছে। একটা আমূল পরিবর্তনের দরকার আছে। যেখানে রাজনৈতিক বা প্রশাসনিক অবস্থানকে যে নিজের সম্পদ বিকাশের লাইসেন্স হিসেবে মনে করার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে- এটা থেকে আমাদের সরে আসতে হবে।’

সারা বিশ্বে দুর্নীতি বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘এর কারণ বিশ্বব্যাপী গণতন্ত্রের অবনমন। পাশাপাশি স্বৈরাচারী শাসন জনপ্রিয় হচ্ছে। এর ফলে প্রাতিষ্ঠানিক দুর্বলতা পৃথিবীর সব দেশেই বাড়ছে।’

টিআইয়ের এই ফলাফল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার সুযোগ নেই জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘কারণ এটি একটি আন্তর্জাতিক গবেষণা। যখন ক্ষমতায় যে দল থাকে সেই দলের কাছে এই গবেষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সেই দল যখন বিরোধীদল হয় তখন তারা সেটা গ্রহণ করে। আমাদের গবেষণাকে রেফার করে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি সেগুলার যথার্থতা রয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মনজুর-ই-আলম, সমন্বয়ক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

দুর্নীতির সূচকে বাংলাদেশের ভালো হওয়ার কোনো সুযোগ আছে কি না- এমন প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, ‘সরকারের দুর্নীতি দমনের অঙ্গীকার আছে। তারা যে কথাগুলো বলেন সেইগুলা সৎভাবে বলেন কি না তার ওপরে বিষয়টি নির্ভর করে। তবে তারা যেই মন্তব্য করেন তাতে আমাদের হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না।’

টিআইয়ের বিশ্লেষণ বলছে, দুর্নীতির সঙ্গে অবিচারের একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে। দুর্নীতি হলে অবিচার বাড়ে, অবিচার বাড়লে দুর্নীতি বাড়ে। এরকম একটা দুষ্টচক্র আমরা দেখতে পারছি।

যেসব দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা রয়েছে যেখানে নাগরিক এবং রাজনৈতিক অধিকার সুরক্ষিত। সেখানে দুর্নীতি নিয়ন্ত্রণের ভালো সম্ভাবনা আছে। আর যেখানে গণতন্ত্র দুর্বল ও কর্তৃত্ববাদ শক্তিশালী হয়ে উঠছে, সেখানে জবাবদিহি হ্রাস পাচ্ছে এবং দুর্নীতি বাড়ছে।

 

সুত্র জাগো

 





ভোলায় জাতীয় পতাকা অর্ধনমিত শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ভোলায় জাতীয় পতাকা অর্ধনমিত শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা  ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

আরও...