অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


আন্তর্জাতিক তিনটি সংস্থা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেছে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

১৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহবানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আন্তর্জাতিক এই পর্যবেক্ষণ সংস্থাগুলোর মধ্যে রয়েছে - ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)।
এই সংস্থাগুলোর মধ্যে কমনওয়েলথ আগামী ১৯ নভেম্বর তাদের প্রাক নির্বাচনী মূল্যায়ন দল (প্রি ইলেকশন এ্যাসেসমেন্ট মিশন) নির্বাচন কমিশনের সাথে সভা করবেন বলে তারিখ নির্ধারিত হয়েছে। এছাড়া অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সাথে সভা করেছেন।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম আজ সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২১ নভেম্বর পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত সেলের মাধ্যমে আবেদনের সময় রয়েছেন। পরে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এবার কতজন আসবেন।

সুত্র বাসস