অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬ | ১৮ই পৌষ ১৪৩২


ঢাকায় বিএনপির হামলায় নিহত পুলিশ পারভেজের গ্রামের বাড়িতে শোকের মাতম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

১৬৯

ঢাকায় বিএনপির সমাবেশে দায়িত্ব পালন করতে গিয়ে সহিংসতায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তার পরিবারের সদস্যরা এমন করুণ মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না।
শনিবার বিকেলে পারভেজের মৃত্যুর খবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে পৌঁছায়। এরপর থেকে ওই বাড়িতে নেমে আসে বিষাদের ছায়া। নিহত পুলিশ সদস্যের পিতা বীর মুক্তিযোদ্ধা সেকান্দার মোল্লাসহ পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েছেন।
জানা যায়, নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ বিগত ২০০৯ সালে পুলিশে যোগদান করেন। তারা দুইভাই ও এক বোন। চাকরির সুবাদে পারভেজ পরিবার নিয়ে ঢাকাতেই থাকতেন। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ও ভাই থাকে। তিনি বিগত ২০১২ সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বোলদার ইউনিয়নে বিয়ে করেন। তার ৬ বছরের একটি মেয়ে রয়েছে। পারভেজ ডিএমপিতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে ঢাকায় বিএনপির সমাবেশে দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপি-জামায়াত সদস্যদের পৈশাচিক হামলায় মৃত্যুবরণ করেন। 
ছেলের মৃত্যুতে বৃদ্ধ বাবা-মা ও তার স্ত্রীসহ বাড়ির লোকজন নির্বাক হয়ে পড়েছেন। তাদের কান্না ও আহাজারিতে যেন আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তারা চোখে মুখে যেন অন্ধকার দেখছেন। কান্নায় ভেঙ্গে পড়েছেন পারভেজের একমাত্র বোন শেফালী আক্তার। মাকে জড়িয়ে ধরে কাঁদছেন তার অবুঝ শিশু মেয়ে। 
নিহত পুলিশ সদস্যের পিতা বীর মুক্তিযোদ্ধা সেকান্দার মোল্লা বলেন, বিএনপি-জামায়াতের বর্বরোচিত হামলায় আমার ছেলের মৃত্যুতে এখন কি করে চলবে সংসার। ওর একমাত্র শিশু মেয়ে তানহার (৬) ভবিষ্যত জীবন অনিশ্চিয়তার মধ্যে পড়ে গিয়েছে।
স্থানীয় বাসিন্দা নাঈম মিয়া, আব্দুর সাত্তার, আজাহার উদ্দিনসহ অন্যান্যরা বলেন, নিহত পারভেজের পরিবারে বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা বাবাসহ মা, ভাই-বোন ও স্ত্রী এবং ৬ বছরের শিশু মেয়ে থাকেন। তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের বাড়িতে শোকের মাতম চলছে।
নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, বিএনপির সমাবেশে সংঘর্ষে নিহত হওয়ার খবর পেয়েছি। ওই পুলিশ সদস্যের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ছিল। কিন্তু নদী ভাঙনে তাদের বসতভিটা হারিয়ে পাশবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এসে বসবাস শুরু করেন। ফয়েজপুরে বসবাস করলেও এখনও তারা দৌলতপুর এলাকার ভোটার।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ওই পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হবে। নিহতের পরিবার যেভাবে চাইবে সেভাবেই জানাজা ও দাফনের কাজ হবে। তার পরিবারের পাশে দাঁড়ানোসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

সুত্র বাসস





ভোলায় জাতীয় পতাকা অর্ধনমিত শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ভোলায় জাতীয় পতাকা অর্ধনমিত শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা  ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

আরও...