অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


রাত ৯টায় মধ্যে ‘হামুন’ উপকূল অতিক্রম শুরু করতে পারে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২৮

remove_red_eye

৫৫

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ কিছুটা দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে উপকূল অতিক্রম শুরু করতে পারে। আজ রাতের মধ্যেই এটি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।

একই সঙ্গে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বরের পরিবর্তে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। ‘হামুন’ বিকেল ৩টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিকে (ক্রমিক নম্বর-১২) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টি গতি বাড়িয়ে বাংলাদেশের স্থলভাগের দিকে এগিয়ে আসছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সুত্র জাগো