অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিনজন গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ রাত ০৮:০২

remove_red_eye

১৩৪

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 
গ্রেফতারকৃতরা হলেন, মো. ওয়াহিদুর রহমান, তার ভাই মো. মতিউর রহমান ও আ. মোতালেব মিন্টু। 
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপ-কমিশনার কেএন নিয়তি রায় বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নিয়ম না মেনে ভবন নির্মাণ, সুয়ারেজ লাইনের জায়গায় দোকান নির্মাণ ও নিয়মিত এসি পরিষ্কার না করাসহ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ভবন মালিক ওয়াহিদুর রহমান ও তার ভাই মতিউর রহমানকে গত ৭ মার্চ ফুলবাড়িয়া এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একই দিন রাতে ঢাকা মেডিকেল এলাকা থেকে মোতালেব মিন্টুকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত দায় থাকায় তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মশিউর রহমান ভবনের মালিক, অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক। বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন। এর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে পুলিশ।

সুত্র বাসস