অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৫৩

remove_red_eye

মোঃ সজীব মোল্লা,মনপুরা : ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার ও স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বেলাল মেকারকে আটক করে পুলিশ। 
শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে আটক করে পুলিশ। 
পরে রোববার দুটুর ১ টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
গ্রেফরাতকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মোস্তফা ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বেলাল মেকার।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।