লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪
৮০
আকবর জুয়েল,লালমোহন : লালমোহন উপজেলায় নানান জাতের বরই চাষ করে বাজিমাত করেছেন মোহাম্মদ হোসেন নামে এক চাষি। এ মৌসুমে তার বাগানে সর্বোচ্চ বরইয়ের ফলন হয়েছে।বাড়ির আঙিনায় ১৬০ শতাংশ জমিজুড়ে তার এই বরইয়ের বাগান। এ মৌসুমে অন্তত ১৬ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন তিনি। চাষি মোহাম্মদ হোসেন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নন্বর ওয়ার্ডের পূর্ব চরউমেদ এলাকার জালাল আহমেদের ছেলে। বর্তমানে তার বাগানে রয়েছে চার জাতের বরই। বাগানের গাছগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে হরেক রকমের বরই।
চাষি হোসেন জানান, গত ৫ বছর আগে আমি এই বাগানটি করেছি। প্রথমদিকে বাড়ির আঙিনার পতিত এক একর জমিতে বরই গাছ লাগাই। বরইয়ে ভালো লাভ হওয়ায় প্রতি বছর জমি এবং বরই গাছ বাড়িয়েছি। বর্তমানে ১৬০ শতাংশ জমিজুড়ে আমার বরই বাগান। এ বছর দিনাজপুরের হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নার্সারি থেকে বল সুন্দরি, থাই আপেল কুল, চায়না টক-মিষ্টি কুল ও ভারত সুন্দরি জাতের বরইয়ের চারা এনে রোপণ করেছি। এবছর অনেকেরই বরইয়ের ফলন ভালো হয়নি। তবে তাদের তুলনায় আমার বাগানের ফলন অনেক ভালো হয়েছে। এর মধ্যে ২ হাজার কেজি চায়না টক-মিষ্টি বরই বিক্রি করেছি। প্রতি কেজি বরই পাইকারি একশ' ত্রিশ টাকা এবং খুচরা একশ' পঞ্চাশ টাকা করে বিক্রি করি। বিভিন্ন এলাকার মানুষ ও পাইকারগণ বাগান থেকে বড়ই কিনে নেন। গাছগুলোতে যে পরিমাণ ফলন রয়েছে তাতে মৌসুম শেষে অন্তত ১৬ লাখ টাকার বরই বিক্রি করতে পারব ইনশাআল্পাহ। এরই মধ্যে আমার বাগান দেখে ও পরামর্শ নিয়ে ১৬ জন চাষি বরইয়ের চাষ শুরু করেছেন।

তিনি আরও জানান, আমার বরই বাগানে চারজন শ্রমিক নিয়মিত কাজ করেন। তাদের দৈনিক আটশ' টাকা করে মজুরি দিচ্ছি। এই মৌসুমে শ্রমিকদের মজুরি, বাগানের কীটনাশক, সার এবং সেচ খরচসহ সব মিলিয়ে ছয় লাখ টাকার মতো বাগানের পেছনে ব্যয় হবে। তবুও মৌসুম শেষে অন্তত দশ লাখ টাকা লাভ হবে বলে আশা করছি। অক্টোবরের প্রথম থেকে এ বছর বরই বিক্রি শুরু করেছি, আগামী মার্চ মাস পর্যন্ত বাগান থেকে বরই বিক্রি করতে পারব। আমার থেকে বরই নিলে ফ্রেশ, ফরমালিন ও বিষমুক্ত ফল পাবেন ক্রেতারা।
হোসেনের বরই বাগানের শ্রমিক মো. আশ্রাফ আলী ও মো. কবির বলেন, আমরা মোট চারজন এই বরই বাগানে নিয়মিত কাজ করি। বাগান মালিক আমাদের ঠিকমতো মজুরি দেন। এতে করে পরিবার-পরিজন নিয়ে আমরা সুন্দরভাবে সংসার চালাতে পারছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন বলেন, হোসেন নামে ওই চাষির বরই বাগানটি কয়েকবার পরিদর্শন করেছি। এ বছরও তার বাগানে ফলন খুব ভালো হয়েছে। আমরা নিয়মিত তার খোঁজ-খবর নিচ্ছি। এ ছাড়া বাণিজ্যিকভাবে নতুন করে যারা বরই বাগান করতে আগ্রহী হবেন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগীতা করা হবে।
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক