অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসুন মুখ ফুটে বলতে না পারা মানুষগুলোর পাশে দাঁড়াই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলার সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের চরছিফলী গ্রামে ৮ শতাধিক নারী-পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠটির প্রতিষ্ঠাতা ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম মুঠোফোনে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কবির হোসেন, আনোয়ার মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রত্যাশী মো. আকতার হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সোরাহব হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়াছিন শনি, সাধারণ সম্পাদক শামীম নবাব, নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আকবর হোসেন, ইব্রাহিম শরীফ, মো. শরীফ,  মো. ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে  নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়নে পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নে দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছে। আশা করি আপনারা এই সংগঠনের পাশে সবসময় থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন। তারা যেন আরও বড় ধরনের সহযোগিতা করতে পারে ভোলার মানুষের জন্য। ভবিষ্যতে শিক্ষা, খেলাধুলা ও অসহায় মানুষের সহযোগীতা করবে এই সংগঠনটি।


মোঃ ইয়ামিন