অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


নারী দিবসে স্তন ও জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

১১৩

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং ও এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নগরীর হেলথ এ্যান্ড হোপ হাসপাতাল  ‘স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার: নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’ শীর্ষক  অনুষ্ঠানটির আয়োজন করে।
হেলথ এ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান  মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এইচ লেলিন চৌধুরীর সভাপতিত্বে    ‘স্তন ক্যান্সার : নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’ ও ‘জরায়ুমুখ ক্যান্সার : নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসা’- শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. শারমীন ইসলাম ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. বিলকিস বেগম চৌধুরী। আলোচনা শেষে বিশেষজ্ঞগণ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা অংশ এতে নেন।
অনুষ্ঠান শেষে হেলথ এ্যান্ড হোপ হাসপাতালের সৌজন্যে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ে ফ্রি স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়। এছাড়াও জরায়ু ক্যান্সার প্রতিরোধে ১৪ থেকে ৪৫ বছরের নারীদের ‘এইচএপিভি ভ্যাকসিন’ দেয়া হয়।

সুত্র বাসস