অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


আ. রউফ চৌধুরীর মৃত্যুতে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের শোক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৩৯

remove_red_eye

১৩৫

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান . রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় আহমেদ আকবর সোবহান বলেন, ‘. রউফ চৌধুরীর মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ এবং আমার পক্ষ থেকে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি।

তাঁর জীবন, আদর্শ এবং কর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি . রউফ চৌধুরীর বিদেহী রূহের মাগফিরাত কামনা করি। ’ ‘আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

 

শোক বার্তায় আরো বলা হয়, আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে মরহুমের পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।   

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানের বাসায় আ. রউফ চৌধুরী মারা গেছেন।

রউফ চৌধুরী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের মূল কোম্পানি মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডেরও একজন পরিচালক ছিলেন।

তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ছিলেন। অটোমোবাইল, টেলিকম, ফার্মাসিউটিক্যালস এবং পেট্রোলিয়ামসহ বিভিন্ন শিল্পে বিস্তৃত অভিজ্ঞতা ছিল তার।

বাংলাদেশে তিনি দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানির রেসিডেন্ট ম্যানেজার ছিলেন।  যমুনা অয়েল কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট পদেও দায়িত্ব পালন করেছেন রউফ চৌধুরী। এর মাধ্যমে দেশে পেট্রোলিয়াম পণ্যের বাজার উন্নয়নে দীর্ঘ ১৫ বছর অবদান রাখার সুযোগ পেয়েছিলেন তিনি।

এছাড়া, ৩৫ কোম্পানির সমন্বয়ে গঠিত র‍্যাংগস এবং সি রিসোর্সেস গ্রুপ- কোম্পানি দুটি তার গতিশীল নেতৃত্বেই গড়ে উঠেছে।

তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই কোম্পানি দুটি বিরাট সাফল্য অর্জনে সক্ষম হয়।