অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


সিলেটে ভূমিকম্প অনুভূত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

১৪৬

সিলেটের ছাতকে ভূমিকম্প অনুভূত  হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটেবসিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পটির  কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটেরও কিছু এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।

সুত্র বাসস