অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


কোন মিথ্যাচার ও অপপ্রচারে বিশ্বাস করবেন না : শিক্ষামন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৪৫

remove_red_eye

১৮৮

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোন মিথ্যা কথা চলে না। সরকারের বিরুদ্ধে কিছু লোক না জেনেই  মিথ্যাচার  ও অপপ্রচার করে,  আপনারা তাতে বিশ্বাস করবেন না।
শুক্রবার দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 
দীপু মনি আরো বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেকে ইসলামের বিষয় নিয়ে মিথ্যাচার করছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ শ্রেণীর মানুষ নানা অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণ মিথ্যাচারে বিভ্রান্ত হবে না। 
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর  হোসেন  বেপারী প্রমুখ।
মন্ত্রী গত দুদিন নীলকমল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৬নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা  শুনেন এবং তাদের খোঁজ খবর নেন। এরপর ইউনিয়নের ইশানবালা এম জে এস স্কুল মাঠে উঠান বৈঠক এবং চেয়ারম্যান বাজারে জনসভায় বক্তব্য রাখেন।

সুত্র বাসস