বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২১ রাত ০৮:৫৯
৪১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যাত্রীবাহী ট্রলারে সন্ত্রাসীদের গুলিতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু নিহত হওয়ার ঘটনায় পুলিশ আবুল বাশার নামের একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ভোলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। যুবলীগ নেতা টিটুর ভাই ভূট্টু বাদী হয়ে ১৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে নিহত যুবলীগ নেতা খোরশেদ আলম টিটুর মৃতদেহ শনিবার সকালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে ভোলা ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোরশেদ আলম টিটুর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, ভোলা সদরের তুলাতুলি বাজার এলাকা থেকে আবুল বাশার কে নামে এক ব্যক্তিকে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। নিহত টিটুর ভাই ভূট্টু বাদী হয়ে দৌলতখানের মদনপুর ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী সকেট জামালকে প্রধান করে ১৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর মদনপুর ইউনিয়নের নির্বাচনে নৌকর চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন নান্নু ডাক্তার বিজয়ী হয়। নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের আমন্ত্রনে দাওয়াত খেতে তার নেতাকর্মীসহ লোকজন শুক্রবার মদনপুর চরে যায়। দুপুরে দাওয়াত খেয়ে বিকালে নাসির উদ্দিন নান্নু ডাক্তার তার কর্মীদের নিয়ে এবং প্রায় ৬০/৭০ জন খেয়া ট্রলারে দৌলতখানের মদনপুর থেকে সদরের নাসিরমাঝি ঘাটের উদ্দ্যোশে ট্রলারে ফিরছিলো। নাসির মাছি ঘাটের কাছে একটি স্পীড বোট থেকে অস্ত্রধারীরা গুলি চালায়। এতে মাথায় গুলি বিদ্ধ হয়ে নিহত হয় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু। এসময় আবদুল খালেক,হারুনসহ ৩ জন আহত হয়েছে। ছকেট জামাল গ্রæপ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন টিটুর স্বজনরা।
এ ব্যাপারে মদনপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ডাক্তার জানান, ছকেট জামাল চরে ছিলো। তার সাথে দেখা হয়েছে। নাসির উদ্দিন নান্নু ডাক্তারকে মারার জন্য তারা (ছকেট জামাল) পরিকল্পনা করে আমার পিছু নেয়। কিন্তু আল্লাহর রহমতে জনগনের জন্য পারেনি। যখন আমরা নৌকা ছেড়ে মাঝামাঝি আসি। তখন স্প্রীডবোট দিয়ে তারা এসে গুলি ছুরে। তখন নান্নু ডাক্তার ইঞ্জিন চালিত নৌকা থেকে লাফিয়ে নিচে পড়ে। এলোপাথারি গুলিতে টিটুর মাথায় লাগে। তাদের একটি স্পীডবোট ডুবে যায়। এক পর্যায়ে অপর আর একটি স্প্রীডবোট যোগে হামলাকারী অস্ত্রধারীরা পালিয়ে যায়। তবে ব্যাপারে দৌলতখানের মদনপুর ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী সকেট জামালের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক