বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২১ রাত ০৯:০১
৪৫৪
অমিতাভ অপু : ভোলায় গ্যাসের মুজদ থাকলেও অজ্ঞাত কারনে নতুন সংযোগ পাচ্ছেন না ১৫ হাজার আবেদনকারী । মঙ্গলবার বাণিজ্যিক ও গৃহস্থলি কাজে গ্যাস সংযোগের দাবিতে জেলা সদরের সদর রোডে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। অদৃশ্য কারনে সংযোগ বন্ধ রাখার অভিযোগ তুলে —েগাভ প্রকাশ করছেন সংগঠনের নেতারা। ভোলায় ৬টি কূপে গ্যাসের মজুদ প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট। বর্তমানে তিন টি থেকে প্রতিদিন ১০০ এমএমসিএফবি গ্যাস উত্তোলন করা হচ্ছে। ব্যয় হচ্ছে মাত্র ৬৫ থেকে ৬৭ এমএমসিএফবি। নতুন আরো ৩টি স্থানে গ্যাসের মজুদ চিহ্নত হয়েছে। সংযোগ ফিসহ ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে গৃহস্থলি কাজে সংযোগ পান নি ৭১২ পরিবার।
ঘরে ঘরে গ্যাস গৃহস্থী গ্যাস চাই আন্দোলন কমিটির ব্যানারে এ সময় ওই কমিটির সভাপতি জেলা সুজনের সভাপতি মোবাশ্বেও উল¯œাহ’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের, ভোলা স্বার্থ র—গা কমিটির সম্পাদক অমিতাভ রায় অপু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা থিয়েটারের সম্পাদক আবিদুল আলম, জুয়েলারী সমিতির সম্পাদক অবিনাশ নন্দী, সুজন উপজেলা কমিটির সম্পাদক মোঃ মনির¤œল ইসলাম, গ্যাস সংযোগ ঠিকাদার সমিতির সহসভাপতি মহিউদ্দিন , আন্দোলন সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল জলিল নান্টু প্রমুখ । আন্দোলনে একত্মতা প্রকাশ করেছে হোটেল মালিক সমিতি, পাদুকা সমিতি, বস্ত্র মালিক সমিতি, কে-জাহান মার্কেট ব্যবসায়ী সমিতি।
ভোলার সুন্দরবন গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিটেডের ম্যানেজার তোফায়েল আহমেদ জানান, ১৯৯৩ সালে গ্যাস কূপ খনন ও মজুদ নিশ্চিত হওয়ার ২০ বছর পর জেলা সদরে ২০১৩ সালে প্রথম আবাসিক গ্যাস সংযোগের উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ । সারা দেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও গ্যাসের মজুদ বিবেচনায় ভোলায় গ্যাস সংযোগের বিশেষ অনুমতি ছিল। কিন্তু জ্বালানী মন্ত্রনালয়ের এক আদেশের প্রেক্ষিতে ২০২০ সালের ১৫ জানুয়ারি ওই অনুমতি বন্ধ করে দেয় হয়। সংযোগ আবেদন ও টাকা জমা দিয়েও ৭১২ জন সংযোগ পান নি। অপরদিকে ১৫ হাজার গ্রাহকের জন্য ভোলা পৌরসভা ও বোরহানউদ্দিন পৌরসভায় সংযোগ লাইন টানা হয়। গত বছর পর্যন্ত সংযোগ সংখ্যা ২ হাজার ৩৮১ । এর মধ্যে গৃহস্থলি কাজে সংযোগ ২ হাজার ৩৭২ টি। এই সংযোগে প্রতিদিন গ্যাস ব্যবহার হচ্ছে মাত্র দশমিক ৬ এমএমসিএফবি গ্যাস। অপরদিকে ৪টি বিদ্যুৎ প্লন্ট ও দুটি মাঝারি শিল্পে ব্যয় হচ্ছে ৬৪ দশমিক ৪ এমএমসিএফবি গ্যাস। শুধু মাত্র ১০ থেকে ১২ হাজার আবাসিক সংযোগে ব্যয় হবে ১এমএমসিএফবি গ্যাস। প্রতিদিন তিনটি কূপে থেকে যে পরিমান গ্যাস উত্তোলণ হচ্ছে ওই পরিমান ব্যয় হচ্ছে না। ফলে আবাসিক গ্যাস সংযোগে কোন বাধা থাকার কথা নয় বলেও জানান বিশেষজ্ঞরা। বর্তমানে ভোলায় গ্যাসে চলছে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ২টি, ১০০ মেঃওঃ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে ১টি, ৩৪দশমিক ৫ মেঃওঃ কেন্দ্র রয়েছে একটি। অটোব্রিকস রয়েছে ২টি, মুরগি ফিড তৈরী কারখানা রয়েছে একটি। বাপেক্স ও গ্যাস গবেষকদের সূত্রে জানা যায়, জিওলজি ও জিওফিজিক্যাল গবেষণায় ভোলায় ১২টি পয়েন্টে গ্যাসের মজুদ চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৬টি কূপ খনন করা হয়েছে। বাপেক্স অনুসন্ধানী দল ভোলায় নতুন করে ইলিশা-১, ভোলা- নর্থ-২ , টবিগি-১৪ নামে ৩টি আলাদা কূপ খননের প্রস্তুতি নিয়েছে। আগামী বছর এই কূপ খনন করা হবে। ইতি মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফার¤œক। শাহবাজপুর গ্যাস —েগত্রে রয়েছে ৪টি কূপ ওই ৪টি কূপ থেকে গ্যাস উত্তোলন চলছে। শাহবাজপুর ইষ্ট ও ভোলা-নর্থ কূপে গ্যাসের আলাদা জোন রয়েছে। ওই দুটি কূপে মজুদ প্রায় এক ট্রিলিয়ন । ৬টি কূপের মজুদ ২ ট্রিলিয়ন ঘণফুটের বেশি। যা উত্তালন ও বিতরণের জন্য সকল প্রস্তুতি রয়েছে বাপেক্স এর। ফলে ভোলায় নতুন শিল্প কারখানা স্থাপন ও গৃহস্থলী কাজে গ্যাস সংযোগে কোন সমস্যা থাকার কথা নয় বলেও মনে করছেন সংশি¯œষ্টরা।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক