বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৫০
৪৯৬
গ্রহকের টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন বিক্ষোভ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ইউনাইটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: নামে একটি অর্থলগ্নিকারি প্রতিষ্ঠান প্রতারনা করে প্রায় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে আতœসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। মূলধন হারিয়ে আড়াই হাজার গ্রাহক এখন চরম বিপাকে পড়েছে। গ্রাহকের টাকা ফেরতের দাবিতে ও প্রতিষ্ঠানের পলাতক চেয়ারম্যান মঞ্জুর আলম ও তার স্ত্রী রোজিনা আক্তারের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় ভোলা জজ কোর্ট এলাকা, প্রেসক্লাব ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী সহ¯্রাধিক নারী পুরুষ মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচী পালন করে।
গ্রাহক বাবুল,হেলাল উদ্দিন, আব্দুল মোতালেব, আবুল কাসেম, সালমা বেগম, রুমা বেগম, শাহনাজ বেগম , মোঃ সফিমিয়া , ইয়াছিন জানান, ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪ বছরে ২ হাজার ৫শ গ্রাহকের কাছ থেকে আমানত হিসেবে ১ হাজার কোটি টাকা নেয় ভোলা জিয়া সুপার মার্কেটে ইউনাইটেড মাল্টিপারপাস লি: নামে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান । ওই টাকা দিয়ে প্রতিষ্ঠানে চেয়ারম্যান মনঞ্জুর আলম তার শ্বশুর আব্দুল খালেক, স্ত্রী রোজিনা , ভাই ইউছুফসহ কয়েক আত্মীয়র নামে বেনামে ঢাকাসহ বিভিন্ন প্রান্তে অটোরাইস মিল, ইটভাট,া বহুতল ভবন, ভোলা শান্তির হাটে জুট মিলের নামে জমি ক্রয়,এলপিজি গ্যাস সিলিন্ডার প্রসেসিং, দুবাইতে গার্মেন্ট ব্যবসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এক পর্যায়ে লভ্য অংশ দেয়া বন্ধ করে দিলে গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত চাইলে স্ত্রীসহ পালিয়ে যান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঞ্জুর আলম। টাকা ফেরত চাইলে উল্টো গ্রহকদের হুমকি ধামকি দেয়। ইতিমধ্যে টাকা আত্মসাতের অভিযোগে মঞ্জু ,তার স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে গ্রহকরা ১৬টি মামলা করেন । পুলিশ শ্¦শুর আব্দুল খালেক ও মঞ্জু’র ২ ভাইসহ ৫ জনকে গ্রেফতার করলেও কিন্তু মূল হোতা চেয়ারম্যান মনঞ্জুর আলম ও তার স্ত্রী পলাতক রয়েছে।
জেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, ২০০৬ সালে সমবায় থেকে "ইউনাইটেড মালটি পারপাস কো-অপারেটিভ সোসাইটি" নামে নিবন্ধন করা হয়। সমবায়ের রিপোর্টে দেখা যায় সমতির সদস্য সংখ্যা ২৬৮৭ জন। সমিতির মোট সেয়ার মূল্য ১১ লক্ষ ৯ হাজার টাকাসহ সর্বমোট ১৮ কোটি ৮ লক্ষ ৭৯ হাজার ৯৬৪ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে সংস্থার কার্য নির্বাহি কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম ব্যাক্তিগতভাবে ১১ কোটি ১৭ লাখ ১৩ হাজার ৯৪৭ টাকা এবং নির্বাহি কমিটির সকল সদস্য ৪ কোরি ১০ লাখ ৫৯ হাজার ৫৮৯ টাকা তছরুপ করেছেন। এর বাইরে অন্য কোন নামে হাজার কোটি টাকা লেন দেন করেছে কি না তা তাদের জানা নেই।
এদিকে গ্রাহকরা জানান, তারা আমানত হিসেবে টাকা জমা রাখলে তাদেরকে "ইউনাইটেড ফাইনেন্স" নামের একটি সংস্থার টাকা জমার রশিদ দেয়া হয়েছে।
এ বিষয়ে সমবায় কর্মকর্তা জানান, এনামে তাদের কাছ থেকে কোন নিবন্ধন নেয়া হয়নি। যদি কেউ সমবায় নিয়মের বাইরে গিয়ে লেনদেন করে থাকে এবং তা গোপন করে সেক্ষেত্রে তাদের বিশেষ কিছু করার থাকে না। এমন হয়ে থাকলে অন্যায় করা হয়েছে।
মানববন্ধনে প্রতারিত গ্রহকরা মনঞ্জুর আলম ও তার স্ত্রীকে দ্রæত গ্রেফতার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে আমানতের টাকা ফেরতের দাবী জানান। পরে ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা গ্রহণের জন্য স্মারক লিপি প্রদান করেন।
বিকালে মোবাইল ফোনে মঞ্জুরুল আলম জানান, গ্রাহকরা সবাই সমবায় সমিতির সদস্য। তারা আমার কাছে কোন পাওনা নেই। যা পাবে সমিতির কাছে পাবে। তাছাড়া সমিতি লোকসানে নেই। সকলেই তাদের জামানত ফেরত পাবে। এখনো সদস্যদের পাওনা পরিশোধ করা হচ্ছে। তিনি আরও জানান, করোনা মহামারির কারণে কিছুটা সমস্যা হয়েছে। তা না হলে সমিতি ভালভাবেই চলছিল।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক