বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১২:৩৯
৩৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মার্চ মাস যেমনি অর্জনের , তেমনি আগস্ট হচ্ছে শোকের, বেদনার ও ষড়যন্ত্রের মাস । এ মাসে স্বাধীনতা বিরোধী চক্র একের পর এক হামলা ও ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সর্তক থাকতে হবে। মঙ্গলবার ভোলা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে বিশ্ব কাপাঁনো ভাষন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষনা উল্লেখ করে মার্চ মাসকে অর্জনের মাস হিসেবে ঘোষনা করেন। একই সঙ্গে আগস্ট মাসের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা , ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, ওই হামলায় আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা , ১৭ আগস্ট দেশের প্রত্যেক জেলায় সিরিজ বোমা হামলার বিষয়গুলো তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ওই অপরাধ করে বিএনপি অন্যেও ঘাড়ে দোষ চাপাতে চেয়ে ছিল । এ সময় তোফায়েল আহমেদ ভোলা জেলার আইনশৃঙ্খলা পরিবেশ ভালো উল্লেখ করে বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসন একে অপরের পরিপূরক হয়ে কাজ করলে কোন সমস্যা থাকে না। সমন্বয়ের মধ্য দিয়েই সুন্দর পরিবেশ বিরাজ করে। এ সময় তিনি করোনার পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ টিকা দেয়ার সময় ভীড় এড়ানোর নির্দেশ দেন। ওই সভায় ভোলা-৪ আসনের সংসদ সদস্য সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব তার বক্তব্যে বলেন, আমাদের দেশে জঙ্গীবাদ, মৌলবাদের যাতে আর কোন উত্থান না ঘটে সেই বিষয়ে যার যার অবস্থান থেকে সর্তক থাকতে হবে। এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ন । এ সময় তিনি তার নির্বাচনী এলাকার ঢালচর, কুকরিমুকরি ও মনপুরার কলাতলিতে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের বিষয় তুলে ধরেন। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন মাদক সেবীদের বিষয় তুলে ধরে বলেন, এরা যদি কোন দলের হলে তারা ওই দলের জন্য ও পরিবারের জন্য বোঝা। সমাজ থেকে মাদক বিতারিত করতে কোন মাদক সেবীকে প্রশ্রয় দেয়া যাবে না। এ সময় তিনি সমাজ বিরোধীূ একটি চক্র ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে, তাদেও বিষয়েও সর্তক থাকা ও আইনী পদক্ষেপ নেয়ার আহŸান জানান সংসদ সদস্য শাওন। সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, মেঘনা ও তেতুঁলিয়া নদী আমাদের মৎস্য আহরনের ক্ষেত্র। তাই এই দুই নদীকে জলদস্যুমুক্ত রাখতে হবে। এমপি মুকুল সরকারের উন্নয়নের কয়েকটি বিষয়ও তুলে ধরেনে। একই সঙ্গে নদীর যত্রতত্র থেকে বালু না তুলে যেখানে ড্রেজিং করা প্রয়োজন ওই সব স্থান চিহ্নিত করে বালুমহল ঘোষনা দেয়ারও প্রস্তাব করা হয় ওই সভায়। জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী ওই সভার সভাপতিত্ব্ েবিভিন্ন তথ্য তুলে ধরেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান , নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ আবু তাহের, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু ।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক