বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ রাত ১১:১০
৬৭৯
কামরুল ইসলাম: ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের বর্জ্য যত্রতত্র যেখানে খুশি ফেলা হচ্ছে। প্রতিদিন হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জমানো বর্জ্যগুলো তিন তলা থেকে ভবনের জানালা দিয়ে নিচে ফেলা হচ্ছে। এতে করে হাসপাতালের নিচে ও ভবনের গ্রিলে আটকে থেকে দুর্গন্ধ তৈরী হচ্ছে। দীর্ঘদিন ধরে ময়লা অপসারণ না করায় একদিকে যেমন ভবন ভিতরে দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে হাসপাতালের নিচে ময়লার স্তুপে পরিনত হয়েছে। এত খারাপ করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ড ঘুরে দেখা যায়, ওয়ার্ডের প্রতিটি ফ্লোরে যত্রতত্র ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন আবর্জনা পড়ে রয়েছে। একই অবস্থা হাসপাতালের আইসিইউ ওয়ার্ডেও। হাসপাতালটির তৃতীয় তলায় আইসিইউ ওয়ার্ডের পাশ দিয়েই প্রতিদিন ময়লাগুলো উপর থেকে নিচে ফেলে দেয়া হয়। এতে করে ময়লাগুলো হাসপাতালের রেলিং ও জানালার গ্রিলে আটকে থেকে দুর্গন্ধ তৈরী হচ্ছে। এতে করে সেখানে থাকা রোগীরা দুর্গন্ধের মধ্যেই দিন পার করতে হচ্ছে। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে থাকা এক রোগীর স্বজন মো. মোশারফ হোসেন জানান, গত দুই দিন ধরে কোনো ক্লিনার আইসিইউ রুম পরিষ্কার করে না। এতে করে ভিতরে ময়লার স্তুপ জমে আছে। আর পুরো হাসপাতালটিতে যেখানে সেখানে ময়লা আবর্জনা পরে রয়েছে। এছাড়াও আইসিইউ রুমের পাশ দিয়ে প্রতিদিন ময়লা আবর্জনা ফেলানোর ফলে এখানে দুর্গন্ধ তৈরী হচ্ছে। অপর রোগীর এক স্বজন জানান, করোনা ইউনিটে যে সকল পরিচ্ছন্নকর্মী রয়েছে। তারা ঠিকমত ময়লা পরিষ্কার না করায়। পুরো হাসপাতালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুই তিন দিন পর মাঝে মধ্যে যা পরিষ্কার করে তাও ময়লাগুলো উপর থেকে ফালানোর কারনে ময়লা আটকে দুর্গন্ধ তৈরী হয়। এতে করে রোগীরা আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো দীর্ঘদিন ময়লাগুলো এক যায়গায় থাকায় এ থেকে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, এতদিন ভবনের পিছনের জানালার গ্লাস খোলা থাকায় ময়লাগুলো উপর থেকে নিচে ফালনো হতো। সে গ্লাসগুলো এখন বন্ধ করো দেয়া হয়েছে। এবং শ্রমিক নিয়ে আগের ফালানো ময়লাগুলো পরিষ্কার করে পৌরসভার গাড়ীতে করে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে থেকে ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা ফেলানো যাবে না।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক