অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শত বছরের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখলের পায়তারা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২১ রাত ১১:০৬

remove_red_eye

৫৪৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শত বছরের ভোগ দখলীয় ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলেরর পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছালে আহম্মদ পাটোয়ারী বাড়ীর মোঃ মিলন গংদের দীর্ঘ শত বছরের ভোগ দখলীয় ও ক্রয়কৃত জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টা চালাচ্ছেন আলমগীর পাটোয়ারী ও খোকন পাটোয়ারী গ্রুপ। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে মোঃ মিলন গংদের ভোগ দখলীয় জমি থেকে ক্ষমতার দাপট দেখিয়ে সিম, লাউ, বেগুনসহ বিভিন্ন ফসলাদী গাছ কেটে ফেলা হয়েছে। এতে কয়েক হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের।
অভিযোগে মোঃ মিলন, ইউসুফ ও রাশেদা বেগম জানান, আমাদের বাপ-দাদা থেকে এই জমি ভোগ দখল করে আসছি। এছাড়াও বিগত ৪ বছর পূর্বে আমার বোন মাহমুদা খাতুন থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করি। তারপর-ই ওই জমি আমাদের নামে সকল কাগজপত্র করিয়েছি। পরবর্তীতে উপজেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতার মাধ্যমে আমাদের উভয়কে নিয়ে সমাধানের জন্য বসা হয়েছিল। ওই সময় তারা (আলমগীর গ্রæপ) কোন অভিযোগ তুলে নি। কিন্তু আমরা যখন ক্রয়কৃত জমিতে বাউন্ডারী দিতে গেলাম, তখন-ই তারা বাঁধা দেয়। এ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার শালিস মিমাংশায় বসা হলেও কোন সমাধানে পৌছা সম্ভব হয় নি। তখন থেকেই আমাদের সাথে আলমগীর ও খোকন পাটোয়ারী গ্রুপ এর মধ্যে বিরোধ চল আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল ২৭ জুলাই দুপুরের দিকে আমাদের শত বছরের ভোগ দখলীয় এবং ক্রয়কৃত জমি আলমগীর পাটোয়ারী ও খোকন পাটোয়ারীর নেতৃত্বে শাহিন, সাইফুল, মাকসুদসহ বেশ কয়েকজন জোরপূর্বক জমি দখলে নেয়ার চেষ্টা চালিয়েছে। সেখানে থাকা আমাদের বিভিন্ন ফসলের গাছ তারা কেটে ফেলে। ওই সময় আমরা বাড়ীতে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি তারা গাছগুলো কেটে ফেলেছে। কি কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে তা জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে আমাদের দিকে দা, কাডাইল, লাঠি-সোটা নিয়ে তেড়ে আসে এবং বলে এই জমিতে যদি তোরা আইয়স তা হলে খুন করে ফেলবো। এ ঘটনায় উভয় গ্রæপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর ও খোকন পাটোয়ারীর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এই জমিতে আমরাও পাওনাদার। আমাদের জমি বুঝিয়ে দিয়ে তারা তাদের জমি নিক তাতে আমাদের কোন সমস্যা নাই। কিন্তু তারা সেটা না করেই জমিতে বাউন্ডারী দেয়ার চেষ্টা চালায়, তাই আমরা বাঁধা দিয়েছি। মঙ্গলবার দুপুরের দিকে মিলন গ্রুপকে হত্যার উদ্দেশ্যে দা, কাডাইল নিয়ে তেড়ে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেন নাই তারা।
পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মিলন ও আলমগীর পাটোয়ারীর গং দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। সমাধানের জন্য একাধিকবার বসাও হয়েছে, তবে লকডাউন চলার কারণে কোন সমাধান দেয়া সম্ভব হয়নি। কিন্তু মঙ্গলবার যে আবার আলমগীর গং বিশৃঙ্খলা করেছে সে সম্পর্কে আমি জানি না। দ্রুত উভয়কে নিয়ে বসে সমাধান দেয়ার চেষ্টা করবো।





মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...