বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুন ২০২১ রাত ১২:০৫
৫৫৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জয়তুল বিবি (৪৫) নামে এক মাকে তার বসত ঘর থেকে বের করে ছেলে ওই ঘরে ডাবল তালা ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছেলে নাম মোঃ হেলাল (২৪)। সে পেশায় একজন কাঠের ব্যবসায়ী। রবিবার (১৩ জুন) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই মা তালাবদ্ধ ঘরের দরজার সামনে বসে বিকেল পর্যন্ত ঘরে প্রবেশের জন্য কাঁদতে দেখা গেছে।
জয়তুল বিবি নামে ওই মা অভিযোগ করে জানান, প্রায় ২০ বছর আগে তার স্বামী শাহে আলম অন্যত্র বিয়ে করার পর থেকে তার পরিবারের কোন খোঁজ-খবর নেননি। পরে সন্তাদের নিয়ে নিয়ে তিনি অনেক বিপাকে পড়েন। এরপর ঢাকা ও চট্টগ্রাম গিয়ে তিনি বিভিন্ন কাজ করে সংসার চালান। এছাড়াও কিছু টাকা সঞ্চয় করে গ্রামের বাড়ি কুঞ্জপট্টি এলাকায় প্রায় ১৫ গন্ডা জমি ক্রয় করেন। ছেলেরা বড় হয়ে আয় রোজগার করতে শুরু করলে তিনি গ্রামের বাড়ি চলে আসেন। বেশ কয়েক বছর আগে তার বড় ছেলে বিল্লাল হোসেন ও ছোট ছেলে হেলাল বিয়ে করেন। বড় ছেলে স্ত্রী সন্তান নিয়ে ঢাকা থেকে ছোট খাটো ব্যবসা করে সংসার চালায়। বড় ছেলে তার খাওয়ার খরচের টাকা দেয়। এবং ছোট ছেলে হেলাল গ্রামেই থাকেন স্ত্রী সন্তান নিয়ে আলাদা হয়ে যায়। কখন তাকে খাওয়ার খরচের টাকা দিতো না। উল্টো তার ক্রয়কৃত জমির লিখে দেওয়ার জন্য চাপ দিতো ছেলে হেলাল ও তার স্ত্রী রিনা আক্তার তুলি।
তিনি আরো অভিযোগ করে জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে হেলাল ও তা স্ত্রী আবারও তাকে জমি লিখে দিতে চাপ প্রয়োগ করে। এতে সে রাজি না হওয়ায় ছেলে ও ছেলে বউ তার বসত ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দেয়। এখন তিনি ঘরে ঢোকতে পারছেন না। এলাকাবাসীও হেলাল ও তার স্ত্রীর ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এসে না।
অভিযুক্ত ছেলে মোঃ হেলাল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি অনেক কষ্ট করে ৪০ শতাংশ জমি ক্রয় করেছেন। সে জমিতে ঘর করে তার মাকে থাকতে দিয়েছেন। কিন্তু তার বড় ভাই বিল্লাল হোসেন ও মামা মোঃ আফসার পাটওয়ারি তার জমি ভোগ দখল করার জন্য মাকে দিয়ে এসব ষড়যন্ত্র করছেন।
তিনি আরো জানান, সকাল ৮ টার দিকে তিনি বাড়ি থেকে ভোলার শহরের কাজে চলে যান। পরে সাড়ে ১০ টার দিকে তিনি শুনেছেন তার স্ত্রীর সাথে ঝগড়া করে তার মা ঘর থেকে বের হয়ে গেছেন। আর তালাবদ্ধ ঘরটিতে তার মা থাকেন না। তিনি তার বড় ভাইর ঘরে থাকেন।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত হেলালকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক