বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২০ রাত ১০:২৯
৫৭০
২৫ হাজার মিটার জাল ও মাছ জব্দ
হাসনাইন আহমেদ মুন্না : নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে জেলার সদর , বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাসন উপজেলায় ৩৪ জেলেকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদেরকে আটক করা হয়। শুক্রবার সকালে এদের মধ্যে ১২ জনকে ১ বছর করে জেল ও ২১ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও বেশ কিছু মাছ জব্দ করা হয়েছে।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার মাঝের চর ও রাজাপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করা হয়। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান আটক ৪ জনকে ১ বছর করে কারাদন্ড ও ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
অপরদিকে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহিন জানান, মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ১৪ জেলেকে আটক করে আইন শৃংখলারক্ষা বাহানী। পরে ভ্রম্যমাণ আদালত’র বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়ায়িব আহমাদ ৮ জনকে ১ বছর করে জেল এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান ৫ জেলেকে ১ বছর করে দন্ডাদেশ প্রদান করেন।
লালমোহন প্রতিনিধি ওমর রায়হান অন্তর জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত লালমোহনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। ভোরের দিকে নদীতে মাছ ধরা অবস্থায় জেলে ইউনুছ ও এক শিশুসহ একটি নৌকা আটক করা হয়। এ সময় নৌকায় থাকা ১৫ হাজার মিটার জালও জব্দ করা হয়। আটককৃত জেলে মোঃ ইউনুছকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট সালেহ আহমেদ। সাথে থাকা শিশুকে মুছলেকায় ছেড়ে দিয়ে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে । এ ছাড়া মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলা থেকে প্রায় ১০ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়। যা পরে পুড়িয়ে ধ্বংশ করা হয়। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় চরফ্যাসন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন আটককৃত জেলেদেও ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসম নির্বিঘœ করার জন্য ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, বিক্রি, প্রদর্শন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে কমপক্ষে ১ বছর হতে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারান্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে।
ভোলায় ঝড়ে বিধ্বস্ত বাসা সংবেদনশীল পাখি খঞ্জনার নিরাপদ আবাস প্রয়োজন
ভোলায় জামায়াতে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চরফ্যাশনে সমতায় তারুণ্য শীর্ষক দুইদিন ব্যাপী ইন্টারঅ্যাকটিভ প্রশিক্ষন শুরু
লালমোহনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন
লালমোহনে অপরিপক্ব লিচুতে সয়লাব বাজার
ভোলা-চরফ্যাশন রুটে কমলো বাস ভাড়া যাত্রীদের মধ্যে স্বস্তি
বোরহানউদ্দিনে কাচেঁর চুড়ি তৈরির দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
মনপুরায় সাংবাদিকের কণ্যার দ্বিতীয় স্থান অর্জন
ভোলায় বিবা'র দন্তসেবা ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: মির্জা ফখরুল
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত