অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১১ই মে ২০২৫ | ২৭শে বৈশাখ ১৪৩২


বোরহানউদ্দিনে কাচেঁর চুড়ি তৈরির দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মে ২০২৫ রাত ০৮:৩৩

remove_red_eye

১২

মোবাইল কোর্টের অভিযান


মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন থেকে : ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন দুটি কাঁচের চুড়ি তৈরির কারখানায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ মে) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ‘চুড়ি ঘর’ ও ‘কাঁচ ঘর’ নামের দুটি কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের সময় দেখা যায়, কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য কোনো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম যেমন: হেলমেট, গ্লাভস, চশমা কিংবা প্রতিরক্ষামূলক পোশাক ছিল না। তদুপরি, কারখানাগুলোর কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা প্রাকৃতিক গ্যাস ব্যবহারের অনাপত্তিপত্রও ছিল না।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী অনুমোদনহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে ‘চুড়ি ঘর’-এর ফোরম্যান মো. এমরান (৫০), পিতা: মোখলেছকে ১৫,০০০/- টাকা এবং ‘কাঁচ ঘর’-এর মালিক মো. রাফিন (২৪), পিতা: মো. জহির উদ্দিনকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ট্রলি চালানোর দায়ে মো. সজিব (২২), পিতা: জাকিরকে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা করেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান বলেন, “জনস্বার্থে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।”