অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১১ই মে ২০২৫ | ২৭শে বৈশাখ ১৪৩২


লালমোহনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মে ২০২৫ রাত ০৮:৪৯

remove_red_eye

১২

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার  পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।  লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু ইউসুফ গত ২২ বছর(২০০২-২৫) সাল পর্যন্ত চেয়ারম্যান পদে আছেন। গত ১৭ বছর ধরে পশ্চিম চর উমেদ ইউনিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। ২০২২ সালে একবার নির্বাচনী কর্মকান্ড শুরু হয়েও বন্ধ হয়ে গেছে। নির্বাচনের দাবিতে ইউনিয়নের নাগরিকেরা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা রকম অনিয়মের অভিযোগ তুলে সাধারন মানুষ।
লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় ভোলা-চরফ্যাশন আন্তঃ মহাসড়কের ওপর শনিবার বেলা ১১ টায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সুযোগ- সুবিধা বঞ্চিত কয়েক শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দারা  বলেন, গত ১৭-১৮ বছর ধরে এ ইউনিয়নে কোনো ভোট হচ্ছে না। ভোট না হওয়ায় সকলে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।  পরিষদ থেকে কোনো সুবিধা নিতে গেলে চেয়ারম্যানের লোকজনকে মোটা টাকা দিতে হচ্ছে।  কোনো ব্যাক্তির জন্মনিবন্ধন করতে গেলে জনপ্রতি এক হাজার টাকা দিতে হয় আবু ইউসুফ চেয়ারম্যান কে।

এ ধরনের ভোগান্তি থেকে রক্ষা পেতে, এলাকাবাসীর দাবি। দ্রুতই যেন ও ইউনিয়নটিতে এই চেয়ারম্যান কে অব্যাহতি দিয়ে,  প্রশাসক নিয়োগ করা হয়।