অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৯০

আকবর জুয়েল লালমোহন: ভোলা-৩ (লালমোহন- তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না। বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র। এদেশের মানুষ স্বাধীন ভাবে ভোট দিতে চায়। কারো দ্বারা যেন অত্যাচারিত না হয় সে ধরনের সমাজ ব্যবস্থা চাই। 
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন দাখিল উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।  
মেজর হাফিজ আরো বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান এর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর বিদেশে ছিল। দেশে আসার পরে এয়ারপোর্টে আমরা তাকে অভ্যর্থনা জানিয়েছি। ওখানে এত মানুষ হয়েছিলো যে, আধাঘন্টার রাস্তা পার হতে প্রায় ৪ ঘন্টা লেগেছে। সকল মানুষের এত জনসমাগম হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। এটা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সৎ লোক ছিলেন। তারা জনগনের উপকার করেছেন এবং জনগনের সেবক ছিলেন। সেই স্মৃতি ধারণ করে এদেশের মানুষ মনে করেছে তাদের ছেলে তারেক রহমানও এদেশের মানুষের কল্যানে কাজ করবে। আনেক আশা ভরসা নিয়ে প্রায় কোটি মানুষ ঢাকার শহরে গিয়েছে। কারন তারা ভারতের গোলাম থাকতে চায় না। তারা গণতন্ত্র চায়। সাধরণ মানুষের উপর অত্যাচার জুলুম না হয় সে নিশ্চয়তার জন্য সাধারণ মানুষ দুই দিন আগেই ঢাকায় অবস্থান নিয়েছিল তারেক রহমানকে বরণ করার জন্য। 
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজ মনোনয়ন পত্র জমা দেন মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর-বিক্রম। 


মোঃ ইয়ামিন লালমোহন