অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৬২

চরফ্যাশন প্রতিনিধি : পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর)  চরফ্যাশন শরীফ পাড়া থেকে পূবালী ব্যাংকের শাখাটি সদর রোড সংলগ্ন বকশী টাওয়ারে স্থানান্তর করা হয়। দ্বারোদঘাটন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করে পূবালী ব্যাংক চরফ্যাশন শাখা। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ। পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক কাজী রেজাউল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সদস্য ও বকশী টাওয়ারের মালিক ঈসমাইল বকশী, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিণ্টিজ, স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক দুলার হাট সাব ব্রাঞ্চ এর ম্যানেজার মো: ফকরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার অফিসার জহিরুল হক।
এ সময়  ব্যবসায়ী,  শিক্ষক, প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

মোঃ ইয়ামিন চরফ্যাশন