অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৫ রাত ১০:২১

remove_red_eye

৪০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ধান–চাউল আড়ৎ মালিক সমিতির তিন বছরের জন্য নতুন পূর্ণাঙ্গন কমিটি গঠন করা হয়। ভোলা সদর ভোলায় ধান ও চাউল আড়ৎ মালিকদের বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়েছে ।

ভোলা জেলা ধান, চাউল আড়ৎ মালিক সমিতি-এর উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব মো. ফয়ছেল। সভায় সমিতির বিগত বছরের আয়-ব্যয় হিসাবসহ সার্বিক কার্যক্রম, বিভিন্ন সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার একপর্যায়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৫–২৬, ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত কার্যকরী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. ফয়ছেল। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলহাজ্ব মো. এফরানুর রহমান মিথুন মোল্লা। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মো. আলমগীর হোসেন চাকলাদার ও আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব মো. আমিনুল ইসলাম সংগ্রাম এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আ. রাজ্জাক (লাল মিয়া)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কালিমুল্লাহ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জামাল উদ্দিন খান, কোষাধ্যক্ষ মো. ছগির আহমেদ, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, আইন ও ক্রিয়া সম্পাদক মো. মঞ্জুর রহমান এবং প্রচার সম্পাদক হিসেবে মো. জাকির হোসেন নির্বাচিত হন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. ইলিয়াস মিয়া, মো. শাহে আলম ও মো. আতিকুর রহমান। সভায় উপদেষ্টা মণ্ডলীও ঘোষণা করা হয়। উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. মোসলেউদ্দিন মিয়া, মো. মোশারেফ হোসেন মিয়া, মো. জাহাঙ্গীর মিয়া, মো. খালেক মিয়া ও মোহাম্মদ আলী মিয়া।

সভায় সিদ্ধান্ত মোতাবেক সকল সদস্যকে নিয়মিত মাসিক চাঁদা পরিশোধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি শুক্রবার ধান ও চালের আড়ৎ সাপ্তাহিক বন্ধ থাকবে, যা সকল সদস্যকে মেনে চলার অনুরোধ জানানো হয়। যারা এখনো সমিতির সদস্য হননি, তাদের দ্রুত সদস্য হওয়ার আহ্বানও জানানো হয়।


মোঃ ইয়ামিন