অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

১১৩

চরফ্যাশন প্রতিনিধি : শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও যুগোপযোগী শিক্ষার মানোন্নয়নে প্রথমবারের চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষকদের বহুমুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে ।  চরফ্যাশন বাজার সংলগ্ন ইদারা ভবনে  ইংলিশ ভার্সন স্কুলটির আয়োজনে তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের শনিবার ছিল শেষ দিন। 
প্রশিক্ষণে চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের চেয়ারম্যান এডভোকেট এনামুল হক রায়হানের সভাপতিত্বে ও প্রিন্সিপাল ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে ১৫ পর্বে ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইস্রাফিল,চরফ্যাশন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনসহ মোট ১৯ জন প্রশিক্ষক ছিলেন। 
প্রশিক্ষণে ইংলিশ ভার্সন স্কুলটির ২৩ জন শিক্ষক অংশ নেন। 
স্কুলটির পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণ শিক্ষকদের চিন্তায় পরিবর্তন, ছাত্র-শিক্ষক সম্পর্কোন্নয়ন, পেশাগত উন্নয়নে বেশ সহায়ক হবে।

চরফ্যাশন মোঃ ইয়ামিন