অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিশাল সমাবেশ ও র‌্যালী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৫ রাত ০৯:৩২

remove_red_eye

২৩৫

এইচ আর সুমন :  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিশাল সমাবেশ ও র‌্যালি হয়েছে। শুক্রবার সকালে ভোলা জেলা বিএনপির আয়োজনে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন, ভোলা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ,  যুগ্মআহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ূন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, আমিরুল ইসলাম বাসেত, বশির হাওলাদার, মফিজুল হক মিলন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আরজু, জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসানাত তসলিম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবাহক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরীর রবিন, সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, জেলা ছাত্রদলের বার প্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার  প্রমুখ। সমাবেশে ভোলা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন,  বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ভোলার উন্নয়নে আমার হাত কে শক্তিশালী করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।
ভোলার উন্নয়নে দল মত নির্বিশেষে আমরা এক থাকবো। আমার জীবনের রক্ত দিয়ে চেষ্টা করবো ভোলার উন্নয়নের জন্য। পরে বিশাল একটি র‌্যালি ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে লাঠি খেলা ও ধানে শীষ প্রতীক প্রদর্শন করে বিভিন্ন ব্যানার ফেস্টুন ও ঢোল বাধ্য বাজিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। 

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন