অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


নির্বাচন বানচালের চেষ্টা চলছে, রুখতে প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

৬৩

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুল রহমান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, ‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে যে কোনো ষড়যন্ত্র রুখতে র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার নিয়ে প্রশ্নের জবাবে শহিদুল রহমান বলেন, ‘লুট হওয়া প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্রের মধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। গত মাসেও তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, জাতীয় নির্বাচনের আগেই বাকি অস্ত্রগুলোও উদ্ধার করা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, এসব অস্ত্র এখনো বাইরে থাকাটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং বিভিন্ন অপরাধী গোষ্ঠীর হাতে এসব অস্ত্র চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

খাগড়াছড়িতে সম্প্রতি ধর্ষণের ঘটনায় সৃষ্ট অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হলেও পরিস্থিতিকে রাজনৈতিকভাবে বড় আকার দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর পেছনে কোনো বিদেশি অপশক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

র‍্যাবের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাব সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার ঘটনা প্রসঙ্গে র‍্যাব ডিজি বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করবে না।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেকোনো পরিস্থিতিতেই র‍্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

র‌্যাব ডিজির ব্রিফিংয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন— বাহিনীর অপারেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল জাহিদুল করিম, র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।





লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া

আরও...