অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


জেনেভা ক্যাম্পে রাতভর পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪০


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৭৯

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, বিক্রেতা, অস্ত্রের জোগানদাতা ও ককটেল সংরক্ষণকারীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সদস্যরা।

শনিবার বিকাল ৪টা থেকে রবিবার ভোর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে মোহাম্মদপুর বিভাগের প্রায় দেড় শতাধিক পুলিশ অংশ নেয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

রবিবার বেলা ১২টার দিকে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই মাদক ও অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। নিয়মিত অভিযান চালানো হলেও অনেক অপরাধী কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এবার গ্রেপ্তার হওয়া অনেকে ক্যাম্পের আলোচিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, পিচ্চি রাজা ও চুয়া সেলিমের সহযোগী হিসেবে কাজ করতো।

ডিসি ইবনে মিজান আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে নতুন নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধেও শিগগিরই অভিযান চালানো হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তবে একেবারে নির্মূল করা সম্ভব নয়। বিভিন্ন সময় অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আশা করছি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবো।

তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধ বেড়ে যায়। তবে গত ৬-৭ মাসে তিন হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।





লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া

আরও...