অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


ডাকসু জরিপ: সুইং ভোটাররা ‘কিং মেকার’ ভূমিকা পালন করবে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে এক সপ্তাহব্যাপী জরিপের আয়োজন করে ঢাবি রিসার্চ সোসাইটি।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাবি সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জরিপের তথ্য জানায় ঢাবির টিএসসি ভিত্তিক এই ক্লাবটি।

মিশ্র গবেষণা পদ্ধতি ও বিভিন্ন প্রশ্নের আলোকে জরিপ কার্য সম্পন্ন করা হয়। গত ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৯০০ ভোটারের তথ্যের আলোকে জরিপটি হয়।

জরিপে দেখা যায়— নির্বাচনে অংশগ্রহণ করা ৯০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০৪ জন নারী ও ৩৯৬ জন পুরুষ শিক্ষার্থী, যেখানে ৪৯৫ জন আবাসিক শিক্ষার্থী ও ৪০৫ জন আবাসিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নির্বাচনের তফসিল সম্পর্কে ধারণা আছে ৭০২ শিক্ষার্থীর, আংশিক অবগত আছেন ১৮৯, কিন্তু ৯ জন শিক্ষার্থীর এ সম্পর্কে কোনো ধারণা নেই। সাংবিধানিক ধারণা রাখেন ২৩০ জন শিক্ষার্থী, ধারণা রাখেন না ২৪৩ জন শিক্ষার্থী ও সামান্য ধারণা রাখেন ৪০৩ জন শিক্ষার্থী।

৮৫ জন শিক্ষার্থী মনে করেন ডাকসুর সংবিধান বাস্তবায়িত হবে, ২৯৬ জন মনে করেন আংশিক বাস্তবায়িত হচ্ছে, ১৬১ জন মনে করেন একেবারেই বাস্তবায়িত হচ্ছে না ও ৩৫৮ জন শিক্ষার্থী কোনো সুস্পষ্ট মতামত প্রকাশ করেননি।

বয়সসীমা নিয়ে ৫৯৮ জন শিক্ষার্থী মনে করেন প্রার্থীর বয়স ২০-২৫ হওয়া উচিত, ১৫৩ জন শিক্ষার্থী মনে করেন ২৬-৩০ হওয়া উচিত ও ১১৯ শিক্ষার্থী মনে করেন বয়সসীমা থাতা উচিত নয়। ভোট প্রদানে সিদ্ধান্তহীনতায় আছে ১১৮ জন শিক্ষার্থী, না দেওয়ার পক্ষে আছেন ২০ জন শিক্ষার্থী ও ভোট প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন ৭৬৩ জন শিক্ষার্থী।

কোন প্যানেল বেশি ভোট পেতে পারে? এই ক্ষেত্রে দেখা যায়, ৩১০ জন শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে ইচ্ছুক, শিবির সমর্থিত প্যানেলে ১৬৭ জন ও ছাত্রদল সমর্থিত প্যানেলে ১৩১ জন।

ভোট দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন ১০২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে তিনটি প্রধাণ কারণ হলো: রাজনৈতিক হতাশা, অনাস্থা ও ভয়/ চাপ। এ থেকে বোঝা যায়, কিছু শিক্ষার্থীর নির্বাচনের প্রতি বিভিন্ন কারণে আস্থা নেই এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ন্যায়পরায়ণতা ও ব্যক্তিত্বের আলোকে ভোট দিবেন ৫০৪ জন শিক্ষার্থী ও প্রার্থীর নেতৃত্বের দক্ষতার আলোকে ভোট দিবেন ২৭৩ জন শিক্ষার্থী। ৩৫৩ জন শিক্ষার্থী মনে করেন আগামীতে ডাকসু হবে, ৩৬৮ জন শিক্ষার্থী আশাবাদী ও ১৭৯ জন মনে করেন আগামীতে ডাকসু হবে না।

জরিপে দেখা যায়, ২৩৯ জন শিক্ষার্থী মনে করেন ভোট স্বচ্ছ ও নিরপেক্ষ হবে, ২০৬ জন মনে করেন আংশিক স্বচ্ছ ও নিরপেক্ষ হবে, ২৬৭ জন শিক্ষার্থী নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে দ্বিধাদ্বন্দে আছেন ও ১৭৪ জন শিক্ষার্থী মতামত দেয়নি।

৯০০ শিক্ষার্থীর মধ্যে ৪৪৫ জন শিক্ষার্থী মনে করেন নারী প্রার্থীরা সাইবার বুলিং এর স্বীকার হচ্ছে,  ২২১ জন মনে করেন অনেক পরিমাণে হচ্ছে ও ১৬৬ জন কোনো মতামত দেয়নি।

নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের পরিবেশ নিয়ে জরিপে দেখা যায়, ৬৩৩ জন শিক্ষার্থী মনে করছেন নির্বাচনের সময় ক্যাম্পাসে পরিবেশ অনিশ্চিত হয়ে উঠতে পারে, ১৪৯ জন মনে করেন শান্তিপূর্ণ অবস্থা থাকবে ও ৮৯ জন মনে করেন ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠবে।

জরিপের গবেষক মো: ফাহিম হাসান মেহেদী বিশ্লেষণে জানায়— প্রথমত, স্বতন্ত্র প্রার্থীর প্রতি আস্থা বৃদ্ধি ছাত্ররাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করছে, যা প্রচলিত দলীয় রাজনীতির বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। দ্বিতীয়ত, ভোট না-দেওয়ার প্রবণতা মূলত আস্থা ও বিশ্বাসের সংকটে নিহিত। যদি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, নিরাপদ ও অংশগ্রহণমূলক করা যায়, তবে এই আস্থাহীনতা কাটানো সম্ভব।

তৃতীয় ও সর্বশেষ, সিদ্ধান্তহীন শিক্ষার্থীদের (সুইং ভোটার) নির্বাচনের ফলাফল নির্ধারণে 'কিং-মেকার' ভূমিকা রাখতে পারে। তাদের ভোট কোন দিকে যাবে, তা শেষ মুহূর্তে ফলাফলকে পাল্টে দিতে পারে।

 





ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আরও...