অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


"জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ" অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৫ রাত ০৯:০২

remove_red_eye

২২৩

মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দি : ভোলায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বির্নিমার্ণের লক্ষ্যে "জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে আমাদের শপথ পাঠ" অনুষ্ঠিত হয়েছে।

আ ঢাকা ওসমানী অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানের সাথে একযোগে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে "জুলাই পূর্ণজাগরণে  সমাজ গঠনে আমাদের শপথ পাঠ" অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠের  মধ্য দিয়ে জুলাই শহীদ এবং মাইলস্টোন কলেজে  বিমান দূর্ঘটনায়  নিহতদের প্রতি একমিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সমন্বয়ে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান।
  এসময় আরও  উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিয়া  মন্জুর এলাহি মোঃ আল আমিন,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,  জুলাই শহীদ পরিবারের সদস্য বৃন্দ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বনি,  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তা,  স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী সহ উপজেলার  বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অতিথি বৃন্দ।
এ-সময় ঢাকা ওসমানী অডিটোরিয়াম  থেকে পরিচালিত সমাজ সেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত "জুলাই পূর্ণজাগরণে  সমাজ গঠনে আমাদের শপথ পাঠ" অনুষ্ঠান অবলোকন করেন।


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আরও...